নানা নাটকীয়তা, অঘটনের মধ্য দিয়ে শেষ হলো টোকিও অলিম্পিকের পুরুষ ফুটবলের গ্রুপ পর্ব। ব্রাজিল-স্পেনের মতো দল যেমন কোয়ার্টার ফাইনালে উঠেছে, তেমনি আর্জেন্টিনা-জার্মানির মতো বড় দলগুলো বাদ পড়ার মতো ঘটনাও ঘটেছে এবারের অলিম্পিকে।
গ্রুপ পর্বের বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখা দলগুলো হলো : জাপান, ব্রাজিল, নিউজিল্যান্ড, স্পেন, দক্ষিণ কোরিয়া, আইভরি কোস্ট, মেক্সিকো ও মিশর। আর গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে জার্মানি, ফ্রান্স ও আর্জেন্টিনা।
কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচই অনুষ্ঠিত হবে ৩১ জুলাই। জাপানের চারটি ভিন্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
এক নজরে সূচি:
ব্রাজিল বনাম মিশর
ভেন্যু: সাইতামা স্টেডিয়াম
দক্ষিণ কোরিয়া বনাম মেক্সিকো
ভেন্যু: ইয়োকোহামা, নিশানকা
জাপান বনাম নিউজিল্যান্ড
ভেন্যু: কাশিমা
স্পেন বনাম আইভরিকোস্ট
ভেন্যু: রিফুর মিয়াগি স্টেডিয়াম
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]