ফুটবলে ব্রাজিল মানেই সোনালি ইতিহাস। ফুটবলে তাদের রয়েছে আলাদা আবেগ, ভালোবাসা। তবে, ব্রাজিলের অভিজ্ঞ ফুটবলার দানি আলভেস মনে করেন, ব্রাজিলিয়ান সমর্থকদের ফুটবলের প্রতি ভালোবাসাই নেই। এর আগে কোপার ফাইনালের পূর্বে ঠিক একই ধরনের অভিযোগ তুলেছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারও।
৩৮ বছর বয়সী দানি আলভেস বর্তমানে জাপানের টোকিও শহরে অবস্থান করছেন অলিম্পিক দলের সাথে। দলটির অধিনায়কের দায়িত্বও তার কাঁধে। সারা বিশ্ব ব্রাজিলিয়ান ফুটবলের প্রশংসায় পঞ্চমুখ হলেও ব্রাজিলের সমর্থকদের কাছে অতীতের সেসব অর্জন এর কোনো মূল্য নেই বলেও মনে করেন আলভেস।
আরও পড়ুন : বাংলাদেশ ফুটবলে খেলার স্বপ্ন দেখেন কানাডা প্রবাসী তাহসিন
ব্রাজিলের লোকদের কোন দেশপ্রেম নেই উল্লেখ করে তিনি বলেন, 'শুনতে খারাপ লাগলেও এটা সত্যি যে, আমাদের দেশের সমর্থকদের মাঝে কোন দেশপ্রেম নেই। যদি দেশপ্রেম থাকতো তাহলে আমাদের গৌরবময় ইতিহাসের প্রতি সম্মান করা হতো। মনে হয়, ব্রাজিলিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্ব কোনও মানে রাখে না।'
আরও পড়ুন : মেসির জার্সি নিয়ে মুখ খুললেন রোনালদিনহো
নিজ দেশ ব্রাজিলে সম্মান না পেলেও বাইরের দেশে যে ব্রাজিলিয়ানদের অনেক সম্মান করা হয় সেটি বলতেও ভুলেননি তিনি। দানি আলভেস বলেন, 'দেশের বাইরে মানুষ আমাদের অনেক সম্মান করে। কারণ তারা জানে আমাদের ইতিহাস সম্পর্কে। তারা জানে এই দলটি ফুটবল ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় লিখেছে, এই দলটির বিশ্বখ্যাত ফুটবলার ছিল।'
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]