বাংলাদেশ ফুটবলে খেলার স্বপ্ন দেখেন কানাডা প্রবাসী তাহসিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৯ এএম, ২৯ জুলাই ২০২১
বাংলাদেশ ফুটবলে খেলার স্বপ্ন দেখেন কানাডা প্রবাসী তাহসিন

জাতীয় দলের হয়ে খেলা যেকোন ক্রীড়াবিদের জন্য গৌরবের বিষয়। বিশ্বের যেকোন জায়গাতেই থাকা হোক না কেন, দেশের প্রতি একটা আলাদা টান থেকেই যায়। এছাড়া বিভিন্ন দেশেই এখন প্রবাসী ফুটবলারদের অংশগ্রহণ রয়েছে। বাংলাদেশেও শুরু হয়েছে সেই প্রথা।

বাংলাদেশ ফুটবলের বর্তমান মূল দলে রয়েছেন দুই প্রবাসী ফুটবলার, অধিনায়ক জামাল ভূঁইয়া ও ডিফেন্ডার তারিক কাজী। এছাড়া জাতীয় দলে ঢোকার পথে রয়েছেন সম্প্রতি বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া নাইজেরিয়ান ফুটবলার এলিটা কিংসলে। এবার দেশের হয়ে খেলার স্বপ্নের কথা জানালেন কানাডা প্রবাসী তাহসিন আলম প্রিয়।

কানাডাতে বেড়ে ওঠা তাহসিন খেলেন রাইট উইংয়ে। নিজের ফুটবলীয় দক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণ নিয়েছেন স্পেনের এফসি মালাগা সিটি একাডেমিতে। সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে তাহসিন বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। চলতি বছরের শেষ দিকেই আবার চলে যাবেন কানাডায়।

মেসি ভক্ত ফুটবলার তাহসিন জানান, কানাডাতে যাওয়ার আগে বাংলাদেশের কোন ক্লাব থেকে ভালো প্রস্তাব পেলে বিবেচনা করবেন।
sportsmail24
তাহসিন বলেন, ‘দেশে যখন আছি, কোন সুযোগ আসলে আমি অবশ্যই ভাববো। পড়াশোনা করতে কানাডা ইউনিভার্সিটিতে যাব। সেখানে গিয়ে ফুটবল টিমে ঢুকবো।’

বছরের শেষ দিকে কানাডায় যাবেন তাহসিন। তবে তার আগে বাংলাদেশের কোন ক্লাব থেকে প্রস্তাব পেলে ভেবে দেখবেন তিনি। তবে শুধু ক্লাব নয়, বাংলাদেশের জার্সিতেও খেলার স্বপ্ন দেখেন তরুণ এ ফুটবলার।

তিনি বলেন, ‘অবশ্যই, অবশ্যই স্বপ্ন দেখি। আমার বয়সী যারা ফুটবলার তারা সবাই স্বপ্ন দেখে, একদিন তারা বাংলাদেশের লোগো (পতাকা) বুকে ধারণ করবে। একদিন আমরা বিশ্বকাপ খেলবো।’

ফুটবলের প্রতি প্রেমের পরার গল্পও বলেন তিনি। মূলত মায়ের অসুস্থতার সুবাধেই ফুটবলে পা রাখা তাহসিনের। মা অসুস্থ, ছেলে যেন মন খারাপ না করে, সে জন্য বাবা তাকে নিয়ে গিয়েছিলেন ফুটবল মাঠে। আর সেখান থেকেই ফুটবলের প্রতি ভালোবাসা জন্মানো।
sportsmail24
সেই ঘটনা স্মরণ করে তাহসিন বলেন, ‘আম্মু অসুস্থ ছিল। আব্বু চিন্তা করতো আমরা মন খারাপ করে আছি কি-না। সে জন্য আব্বু একদিন ছোটভাইসহ আমাকে মাঠে নিয়ে যায়। তখন থেকে আমর ফুটবল খেলা শুরু।’

বাঁ পায়ে খেলা তাহসিন তুলে ধরেন স্পেনের একাডেমিতে প্রশিক্ষণ নেওয়ার দিনগুলোর কথাও। তিনি বলেন, ‘সেখানে আমাদেরকে সবধরনের প্রফেশনাল ট্রেনিং করানো হয়েছে। ঘুম থেকে ওঠা, জিম করা, ডাবল ট্রেনিং সেশন, রিকভারি সেশন, ক্লাস, ডায়েট মেনে চলা সবই শেখানো হয় সেখানে।’

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

মেসির জার্সি নিয়ে মুখ খুললেন রোনালদিনহো

মেসির জার্সি নিয়ে মুখ খুললেন রোনালদিনহো

স্থগিত হলো সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল

স্থগিত হলো সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল

খুলে দেওয়া হলো বাফুফের জিমনেসিয়াম

খুলে দেওয়া হলো বাফুফের জিমনেসিয়াম

ভুল করলে রেফারিকে শাস্তি পেতে হবে, বাফুফের সিদ্ধান্ত

ভুল করলে রেফারিকে শাস্তি পেতে হবে, বাফুফের সিদ্ধান্ত

‘উচ্ছৃঙ্খল’ জীবনযাপন, মোহামেডানে ঠাই হলো না রবিউলের

‘উচ্ছৃঙ্খল’ জীবনযাপন, মোহামেডানে ঠাই হলো না রবিউলের

জেমি ডে’র প্রাথমিক শর্ত পূরণ করলো এলিটা

জেমি ডে’র প্রাথমিক শর্ত পূরণ করলো এলিটা

সুযোগ পেলে বাংলাদেশের হয়ে খেলবেন হামজা চৌধুরী

সুযোগ পেলে বাংলাদেশের হয়ে খেলবেন হামজা চৌধুরী

এলিটা ছাড়াও জাতীয় দলের পথে বসুন্ধরার আরও দুই প্রবাসী ফুটবলার

এলিটা ছাড়াও জাতীয় দলের পথে বসুন্ধরার আরও দুই প্রবাসী ফুটবলার