মেসির জার্সি নিয়ে মুখ খুললেন রোনালদিনহো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৯ পিএম, ২৮ জুলাই ২০২১
মেসির জার্সি নিয়ে মুখ খুললেন রোনালদিনহো

লিওনেল মেসির চুক্তি নিয়ে নানা নাটকীয়তার পর অবশেষে বার্সেলোনাতেই থাকছেন তিনি। সাবেক বার্সার তারকা খেলোয়াড় রোনালদিনহোরও বিশ্বাস, আরও কয়েক মৌসুম ক্যাম্প ন্যুয়েই কাটাবেন মেসি। মেসির প্রতি সম্মান প্রদর্শন করে মেসির ব্যবহার করা ১০ নম্বর জার্সিটিকেও অবসরে পাঠানোর অনুরোধ করেন তিনি। অর্থাৎ, রোনালদিনহো চান না মেসির পর আর কেউ বার্সাতে ১০ নম্বর জার্সি পড়ে খেলুক।

বার্সেলোনাতে মেসি ১০ নম্বর জার্সি পরার আগে সেই ১০ নম্বর জার্সি পড়ে খেলতেন রোনালদিনহো। রোনালদিনহোর বিদায়ের পর সেই জার্সি যায় মেসির দখলে। মেসির প্রতি সম্মান জানিয়েই রোনালদিনহো চান, এই ১০ নম্বর জার্সি আর কাউকে না দেয়া হউক।

তিনি বলেন, 'মেসি যখন বার্সা থেকে অবসর নেবে, তখন তার ১০ নম্বর জার্সিকেও অবসরে পাঠানো উচিত বলে আমি মনে করি। কেউ যেন জার্সিটিকে স্পর্শ করতে না পারে।'

ক্লাবের কিংবদন্তি খেলোয়াড়ের প্রতি সম্মান প্রদর্শন করে নির্দিষ্ট নম্বরের জার্সিকে অবসরে পাঠানোর ঘটনা এর আগেও ঘটেছে। ইতালির ক্লাব নাপোলি তাদের ক্লাব লিজেন্ড দিয়েগো ম্যারাডোনার প্রতি সম্মান জানিয়ে ১০ নম্বর জার্সি অবসরে পাঠায়।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

ভুল করলে রেফারিকে শাস্তি পেতে হবে, বাফুফের সিদ্ধান্ত

ভুল করলে রেফারিকে শাস্তি পেতে হবে, বাফুফের সিদ্ধান্ত

স্থগিত হলো সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল

স্থগিত হলো সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল

এবার রিয়াল মাদ্রিদ ছাড়লেন রাফায়েল ভারানে

এবার রিয়াল মাদ্রিদ ছাড়লেন রাফায়েল ভারানে

জার্মানির বর্ষসেরা ফুটবলার লেভানডোস্কি

জার্মানির বর্ষসেরা ফুটবলার লেভানডোস্কি