স্থগিত হলো সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৫ এএম, ২৮ জুলাই ২০২১
স্থগিত হলো সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল

দক্ষিণ এশিয়ার ফুটবলে বেশ ভালোভাবেই পড়েছে করোনার প্রভাব। সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলের পর এবার স্থগিত করা হলো সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল আসর। আগস্টের শেষ সপ্তাহে মাঠে টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা থাকলেও তা এখন হচ্ছে না।

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন টুর্নামেন্ট স্থগিত হওয়ার বিষয়টিকে বেশ স্বাভাবিকভাবে নিয়েছেন। তিনি বলেন, ‘পরিস্থিতির উন্নতি হলে আশা করি টুর্নামেন্টগুলো হবে। আমাদের সেই অপেক্ষায় থাকতে হবে।’

এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য জাতীয় দল নিয়ে ব্যস্ত সময় পার করছেন গোলাম রব্বানী ছোটন। এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ স্বাগতিক হলেও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচগুলো আয়োজন করবে। বাছাই পর্ব খেলতে যাওয়ার আগে নেপালে দুইটি প্রীতি ম্যাচ খেলার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।

এ বিষয়ে ছোটন বলেন, ‘আমরা এখন আর স্বাগতিক নই। বাছাই পর্ব অন্য দেশে গিয়ে খেলতে হবে। তবে বাছাই পর্বের আগে নেপালে অনুশীলন ম্যাচ খেলার চেষ্টা চলছে।’

বয়সভিত্তিক নারী ফুটবলের পাশাপাশি চলতি বছরের অক্টোবরে সাফ অনূর্ধ্ব-১৫ পুরুষ ফুটবল টুর্নামেন্ট আয়োজন কথা রয়েছে সাফের। তবে একই সময়ে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করার সিদ্ধান্ত নেওয়ায় অনুরধ-১৫ টুর্নামেন্ট আয়োজন বেশ শঙ্কায় পড়েছে।

টুর্নামেন্ট স্থগিতের বিষয়ে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘নারীদের দুইটি টুর্নামেন্ট বাতিল করা হয়নি, স্থগিত করা হয়েছে। পরিস্থিতির উন্নতি হলেই টুর্নামেন্ট দুইটি আয়োজন করা হবে। মূল সাফ অক্টোবরে হলে জুনিয়রদেরটা একটু পিছিয়ে যেতে পারে।’

চলতি বছরের ৪ অক্টোবর থেকে সাফ আয়োজিত হওয়ার কথা ছিল। তবে টুর্নামেন্ট কোথায় আয়োজিত হবে তা এখনও নিশ্চিত করা হয়নি। সাফের পরবর্তী নির্বাহী কমিটির সভায় নির্ধারিত হবে স্বাগতিকের দেশ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

খুলে দেওয়া হলো বাফুফের জিমনেসিয়াম

খুলে দেওয়া হলো বাফুফের জিমনেসিয়াম

ভুল করলে রেফারিকে শাস্তি পেতে হবে, বাফুফের সিদ্ধান্ত

ভুল করলে রেফারিকে শাস্তি পেতে হবে, বাফুফের সিদ্ধান্ত

জরিমানার কবলে আবাহনী-মোহামেডান

জরিমানার কবলে আবাহনী-মোহামেডান

এবার রিয়াল মাদ্রিদ ছাড়লেন রাফায়েল ভারানে

এবার রিয়াল মাদ্রিদ ছাড়লেন রাফায়েল ভারানে