সর্বশেষ মৌসুম শেষ করেই রিয়ালের দায়িত্ব ছেড়েছেন কোচ জিনেদিন জিদান। এরপর আক্ষেপ নিয়ে দল ছেড়েছেন সার্জিও রামোস। দুইজনের বিদায়ের পর এবার রিয়াল ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডের পথ ধরছেন আরেক পরীক্ষিত সেনানী রাফায়েল ভারানে।
রিয়াল মাদ্রিদের সময়টা ভালো কাটছে না। সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ কিছুটা ব্যাকফুটে রয়েছেন। সুপার লিগের ব্যর্থতা, পাশাপাশি ক্লাব কিংবদন্তিদের নিয়ে বেফাঁস মন্তব্য করে কিছুটা ভাবমূর্তি হারিয়েছেন। এর মধ্যেই ক্লাব ছেড়েছেন রাফায়েল ভারানে।
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল রিয়াল ছাড়ছেন রাফায়েল ভারানে। সে শঙ্কাকে সত্যি পরিণত করে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমাচ্ছেন তিনি। এখনও নিশ্চিত না হলেও ইউরোপিয়ান গণমাধ্যমের খবর দুই পক্ষের সমাঝোতা হয়েছে, এখন কেবল মাত্র বাকি আনুষ্ঠানিকতা।
সার্জিও রামোসের বিদায়ের পর রিয়ালের রক্ষণে মূল ভরসা হওয়ার ছিলে ভারানের। তবে নতুন কোথাও খেলার সুযোগটি কোনোভাবেই হাতছাড়া করতে না চাওয়া ভারানে ইউনাইটেডের ডাকে সাড়া দিয়েছেন। অবশ্য তাকে দলে ভেড়ানোর জন্য আগে থেকেই বেশ উঠে পড়ে লেগেছিল রেড ডেভিলরা।
রিয়ালের হয়ে সম্ভাব্য সকল শিরোপা জেতার স্বাদ পেয়েছেন রাফায়েল ভারানে। এমনকি লস ব্লাঙ্কোসদের হয়ে জিতেছেন চারটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা। জাতীয় দলের হয়েও অর্জন কম নয়, ফ্রান্সের বিশ্বকাপ শিরোপা জয়ের কারিগরও ছিলেন তিনি।
Raphaël Varane unveiling as Manchester United player expected next week, due to quarantine rules. Varane’s camp still working on it. #MUFC
— Fabrizio Romano (@FabrizioRomano) July 26, 2021
The deal is 100% DONE. Varane will fly to Manchester this week but will undergo his medical few days later. ‘Official’ planning soon. pic.twitter.com/uyito8POmn
ইংল্যান্ডে চলমান বিধি নিষেধের কারণে এখনও ইংল্যান্ডে পৌঁছাতে পারেননি রাফায়েল ভারানে। ইউরোপিয়ান ফুটবলের নির্ভরযোগ্য সূত্র ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী চলতি সপ্তাহেই এ বিষয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
রিয়ালের সাথে এক বছরের চুক্তির মেয়াদ থাকতেই দল ছাড়ছেন ভারানে। এর জন্য ম্যানচেস্টার ইউনাইটেডকে গুণতে হবে প্রায় ৪০০ কোটি টাকা। এছাড়াও আরও কিছু শর্ত বাবদ ৫০ কোটি টাকা রিয়ালকে দিবে ইউনাইটেড।
২০১১ সালেই ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করেছিল রেড ডেভিলরা। তবে শেষ পর্যন্ত জিদানের কথাতেই রিয়ালে আসেন তিনি।
দশ বছর পর সেই ম্যানচেস্টার ইউনাইটেডেই পাড়ি জমাচ্ছেন ভারানে। নতুন চ্যালেঞ্জে সফল হন কিনা সেটাই এখন দেখার বিষয়।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]