বাংলাদেশের ফুটবলে রেফারি বিতর্ক নতুন কিছু নয়। প্রতি মৌসুমেই একাধিক ক্লাবের পক্ষ থেকে রেফারিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হয়। মাঝে-মধ্যে রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও উঠে। তবে এবার এসব বিষয়ে কঠোর হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
প্রতি মৌসুম শেষে রেফারিদের জন্য পুরস্কারের ব্যবস্থার পাশাপাশি ম্যাচ পরিচালনায় ভুল করলে বড় অঙ্কের শাস্তিও ব্যবস্থাও রাখা হচ্ছে। ভুল প্রমাণিত হলে দিতে হবে বড় অঙ্কোর জরিমান। ঘরোয়া ফুটবলকে আরও গ্রহণযোগ্য করে তুলকে বাফুফে এমন সিদ্ধান্ত নিয়েছে।
বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদি এবার নিজেই রেফারিজ কমিটির নতুন দায়িত্ব নিয়েছেন। কমিটির সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, রেফারিদের পারফরম্যান্স সন্তোষজনক না হলে তাদের ম্যাচ ফি’র ৫০ শতাংশ কাটা হবে। পাশাপাশি রেফারিরা বড় ভুল বা বাজে পারফরম্যান্স করলে কয়েক রাউন্ড খেলা পরিচালনা থেকে তাকে বিরত রাখা হবে।
শাস্তির পাশাপাশি মৌসুম শেষে রেফারিদের জন্য পুরস্কৃত করার ব্যবস্থাও রেখেছেন আব্দুস সালাম মুর্শেদি। প্রতি মৌসুম শেষে আটজন রেফারির পাশাপাশি তিনজন উদীয়মান রেফারিকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।
রেফারিজ কমিটির সর্বশেষ সিদ্ধান্ত প্রসঙ্গে সালাম মুর্শেদি বলেছেন, 'রেফারিরা আগে পুরস্কৃত হতেন না। তারা ফুটবলের বড় ও গুরুত্বপূর্ণ অংশ। তাই মৌসুম শেষে সেরা রেফারিদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
শাস্তির বিষয় নিয়ে তিনি বলেন, ‘যেখানে ভালো পারফরম্যান্সের জন্য পুরস্কার থাকছে, সেখানে বাজে পারফরম্যান্সের জন্য শাস্তির ব্যবস্থা থাকাও যৌক্তিক।’
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]