দুর্দান্ত মৌসুম কাটানো রবার্ট লেভানডোস্কি টানা দ্বিতীয় বারের মতো জার্মান ফুটবলের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন। এই সম্মানজনক খেতাব অর্জনে তিনি পিছনে ফেলেছেন সতীর্থ টমাস মুলার ও প্রতিপক্ষ আর্লিং হল্যান্ডকে।
বুন্দেসলিগায় গত মৌসুমে তিনি সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন। পুরো ২০২০-২১ মৌসুমে বায়ার্ন মিউনিখের জার্সি গায়ে অনবদ্য ছিলেন তিনি। তার দুর্দান্ত পারফরম্যান্সের উপর ভর করেই টানা নবম বারের মতো লিগ শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ। গেল মৌসুমে তিনি সর্বোচ্চ গোল করে ৪৯ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন।
বর্ষসেরার লড়াইয়ে টমাস মুলারের চেয়ে ৩১৫ ভোট বেশি পেয়েছেন লেভানডোস্কি। আর বরুসিয়া ডর্টমুন্ডের হল্যান্ডকে হারিয়েছেন ৩১৮ ভোটের ব্যবধানে।
জার্মানির বর্ষসেরা কোচ হয়েছেন চেলসিকে উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতানো টমাস টুখেল। সেরা হওয়ার লড়াইয়ে হান্সি ফ্লিক ও এডিন তারজিককে হারিয়েছেন তিনি।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]