শেষ মুহূর্তে এসে আবারও পেছালো বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। ঈদের পর শনিবার (২৪ জুলাই) কমলাপুর ও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। তবে মাত্র একদিন আগে শুক্রবার রাতে তা পিছিয়ে দেওয়া হয়েছে।
ঈদের পরপরই লিগ শুরু হওয়া কথা থাকায় অনেক ক্লাবই নিজেদের খেলোয়াড়দের ঈদের ছুটি দেয়নি। যার ফলে অনেক ক্লাবের ফুটবলারই পরিবারের সাথে ঈদ করতে পারেনি। এখন শেষ মুহূর্তে এসে লিগ পিছানোর সিদ্ধান্তে ক্লাবের সাথে ফুটবলাররাও হতাশ।
ঈদ পরবর্তী শনিবার (২৪ জুলাই) কমলাপুর স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী ও উত্তর বারিধারা ক্লাব এবং বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
শুক্রবার রাতে লিগ পেছানোর সিদ্ধান্ত জানিয়ে বাফুফের পক্ষ থেকে জানানো হয়, ৩০ জুলাই থেকে পুনরায় মাঠে গড়াবে প্রিমিয়ার লিগ।
এদিকে, লিগ দ্রুত শেষ করার জন্য এবার কমলাপুরের মাঠেও খেলা রেখেছিল বাফুফে। যদিও তাতে আপত্তি জানিয়েছিল মোহামেডান।
আগস্টের মধ্যে সব খেলা শেষ করে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম জাতীয় ক্রীড়া পরিষদকে ছেড়ে দিতে হবে সংস্কারের জন্য। আর সে জন্যই বাফুফে দ্রুততম সময়ের মধ্যে লিগ শেষ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]