করোনায় আক্রান্ত হয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা করিম বেনজেমা। করোনা আক্রান্ত হওয়ায় তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। দশদিনের কোয়ারেন্টাইনে থাকাকালীন করোনা নেগেটিভ আসলেই রিয়াল মাদ্রিদে যোগ দিবেন তিনি।
দীর্ঘদিন পরে জাতীয় দলে সুযোগ পান করিম বেনজেমা। জাতীয় দলের হয়ে ইউরো মিশন শেষ করে ছুটি কাটাচ্ছিলেন তিনি। ছুটি কাটিয়ে ক্লাবে যোগ দেওয়ার আগে করোনা টেস্ট করানো হলে ফলাফল পজেটিভ আসে। করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি শুক্রবার (২৩ জুলাই) এক টুইট বার্তায় নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।
লা লিগার নিয়মানুযায়ী করোনা আক্রান্ত হলে দশ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হয়। সে নিয়মানুযায়ী দশ দিনের কোয়ারেন্টাইনে আছেন বেনজেমা। কোয়ারেন্টাইনে থাকাকালীন করোনা নেগেটিভ আসলেই নির্ধারিত সময়ের পর দলের সাথে যোগ দিতে পারবেন।
নতুন মৌসুম শুরু আগে বেনজেমাকে দলে ফিরে পেতে লম্বা সময় পাচ্ছে রিয়াল মাদ্রিদ। চলতি বছরের ১৫ আগস্ট আলভেসের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুমে মাঠে নামবে রিয়াল।
নতুন মৌসুম শুরু আগে অবশ্য দুইটি প্রীতি ম্যাচও খেলবে রিয়াল। সেখানে বেনজেমা থাকতে পারবেন কিনা তা পুরোপুরি নিশ্চিত করছে তার সুস্থতার উপর।
দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছিলেন করিম বেনজেমা। তবে প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখতে পারেননি। বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স এবারের ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ ১৬ থেকেই বিদায় নেয়।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]