কিংসের ফুটবলারদের ‘পারফরম্যান্সে’ খুশি নন সালাউদ্দিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৭ এএম, ২৪ জুলাই ২০২১
কিংসের ফুটবলারদের ‘পারফরম্যান্সে’ খুশি নন সালাউদ্দিন

নারী ফুটবল লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বসুন্ধরা কিংস। প্রতি ম্যাচেই প্রতিপক্ষের বিরুদ্ধে পেয়েছে বড় জয়। কিংসের ফুটবলারদের এমন দাপুটে পারফরম্যান্সেও খুশি নন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তিনি মনে করেন, খেলোয়াড়দের মান অনুযায়ী লিগের শক্তিশালী দলগুলোর বিপক্ষে আরও বড় ব্যবধানে জিততে পারতো বসুন্ধরা।

নারী লিগে বসুন্ধরা কিংস বাদে বাকি দলগুলো অনেকটাই দুর্বল। কিংসের অধিকাংশ খেলোয়াড়ই জাতীয় দলের। আর সেজন্য কিংসের মেয়েদের থেকে আরও ভালো খেলা প্রত্যাশা করেছিলেন বাফুফে বস।

কাজী সালাউদ্দিন বলেন, 'আমি আসলেই খুব হতাশ, সত্যিই আমি হতাশ। লিগটা এতোটা কঠিন ছিল না। এখন যত নারী ফুটবলার আছে, সবই বাফুফের তৈরি করা। বসুন্ধরার দলেই জাতীয় দলের প্রায় সকল খেলোয়াড়। ওরা যদি কোন দলের সাথে জিততে কষ্ট করে, তার মানে সেখানে সমস্যা রয়েছে।'

তিনি আরও যোগ করেন, 'এদের সাথে (অন্য ক্লাবগুলো) জিততে যদি সমস্যা হয় তাহলে যখন বিদেশে খেলবে, বিদেশি খেলোয়াড়দের সাথে খেলবে তখন তো আরও বড় সমস্যা হবে।'

বসুন্ধরা কিংস দুর্বল দলগুলোর বিপক্ষে প্রচুর গোল করলেও এবারের লিগে ভালো করা আতাউর রহমান ও এফসি ব্রাহ্মণবাড়িয়ার বিপক্ষে খুব বড় ব্যবধানের জয় তুলতে ব্যর্থ হয়। আর সে ব্যাপারটিই হয়তো নজরে পড়েছে কাজী সালাউদ্দিনের।

লিগ শেষে বাফুফের ক্যাম্পে যোগ দিয়েছে কিংসের ২০ ফুটবলার। সেই ফুটবলারদের সাথেই এদিন আলাপে বসেন বাফুফে সভাপতি। লিগে বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন হলেও ফুটবলারদের খেলার মানে ততটা সন্তুষ্ট নন তিনি।

কাজী সালাউদ্দিন এ প্রসঙ্গে বলেন, 'যে লিগ খেলেছো এটা কোন পাওয়ারফুল লিগ না। তোমাদেরকে অবশ্যই পরিশ্রম করতে হবে জাতীয় দলের জন্য। এবং তোমাদেরকে তোমাদের সেরা ফর্মে অবশ্যই ফিরতে হবে।'

এদিকে, এএফসি বাছাই পর্বের ম্যাচ বাংলাদেশের সিলেটে হওয়ার কথা থাকলেও তা বাতিল করেছে এএফসি। ফলে, ঘরের মাঠের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে মারিয়া-সাবিনারা।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

সেই জার্মানিকে এবার সহজেই হারালো ব্রাজিল

সেই জার্মানিকে এবার সহজেই হারালো ব্রাজিল

অলিম্পিকের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার কাছে ধরা আর্জেন্টিনা

অলিম্পিকের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার কাছে ধরা আর্জেন্টিনা

চার হ্যাটট্রিকে বসুন্ধরা মেয়েদের শিরোপা উৎসব

চার হ্যাটট্রিকে বসুন্ধরা মেয়েদের শিরোপা উৎসব

এএফসি কাপের স্বাগতিক হতে পারলো না বসুন্ধরা কিংস

এএফসি কাপের স্বাগতিক হতে পারলো না বসুন্ধরা কিংস