সেই জার্মানিকে এবার সহজেই হারালো ব্রাজিল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০২ এএম, ২৪ জুলাই ২০২১
সেই জার্মানিকে এবার সহজেই হারালো ব্রাজিল

টোকিও অলিম্পিকে শুরুটা দুর্দান্ত হলো ব্রাজিলের। জাপানের ইয়োকোহামা স্টেডিয়ামে ফুটবলের পুরুষ বিভাগের ‘ডি’ গ্রুপের ম্যাচে বৃহস্পতিবার (২২ জুলাই)  ৪-২ গোলে জিতেছে ব্রাজিল। বছর পাঁচেক আগে এই জার্মানিকে ট্রাইবেকারে হারিয়ে অলিম্পিকের স্বর্ণপদক জিতেছিল ব্রাজিল। এবার আর জার্মানিকে হারাতে বেগ পেতে হয়নি ব্রাজিলের, মূল ম্যাচেই সহজ জয় পেয়েছে তারা।

ফরোয়ার্ড রিচার্লিসনের হ্যাটট্রিক ও পাওলিনহোর গোলে এদিন পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা। জার্মানির হয়ে গোল দুইটি করেন নাদিয়েম আমিরি ও রাগনার অ্যাক।

ম্যাচের ৭ম মিনিটেই ব্রাজিলকে লিড এনে দেন রিচার্লিসন। অ্যান্টনির থ্রু বল ধরে ডি-বক্সের ডান পাশ থেকে ডান পায়ের শটে জালের ডান দিকে দিয়ে বল জালে জড়ান তিনি। এরপর গুইলেরমের ক্রসে জালের খুব কাছ থেকে দুর্দান্ত হেডে গোল করে দলকে ২-০তে এগিয়ে নেন তিনি।

নিজের হ্যাটট্রিক পূরণ করেন ম্যাচের ৩০ মিনিটে। ম্যাথিউজ কুনহার পাস ধরে ডি-বক্সের মাঝ থেকে ডান পায়ের শটে গোল করার মধ্য দিয়ে মাত্র ৩০ মিনিটেই দলকে ৩-০ গোলে এগিয়ে নেন তিনি। প্রথমার্ধের শেষ দিকে ব্রাজিলের কুনহা পেনাল্টি নিলেও তা ফিরিয়ে দেন জার্মানির গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ঘুরে দাঁড়ায় জার্মানি। ম্যাচের ৫৭ মিনিটে তাদের হয়ে প্রথম গোলটি করেন নাদিয়েম আমিরি। ম্যাচে ফেরার জন্য মরিয়া জার্মানি গোল দেয়ার চেষ্টা করলেও সফল হতে পারেনি। ম্যাচের শেষ দিকে ডেভিড রাউমের ক্রস থেকে দারুণ হেডারে ব্যবধান আরো কমান রাগনার অ্যাক।

শেষ দিকে আরও এক গোল দিয়ে ম্যাচ ড্র করার সুযোগ ছিল জার্মানির সামনে। কিন্তু উল্টো শেষ মুহূর্তে এসে আরও একটি গোল হজম করে তারা। ম্যাচের অতিরিক্ত যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ব্রুনো গুইলেরমের এগিয়ে দেয়া বল ধরে হালিপূরণ করেন পাওলিনহো। ফলে, বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

অলিম্পিকের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার কাছে ধরা আর্জেন্টিনা

অলিম্পিকের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার কাছে ধরা আর্জেন্টিনা

চার হ্যাটট্রিকে বসুন্ধরা মেয়েদের শিরোপা উৎসব

চার হ্যাটট্রিকে বসুন্ধরা মেয়েদের শিরোপা উৎসব

এএফসি কাপের স্বাগতিক হতে পারলো না বসুন্ধরা কিংস

এএফসি কাপের স্বাগতিক হতে পারলো না বসুন্ধরা কিংস

মেসির জন্য বিশ্বকাপ জিততে চান এমিলিয়ানো মার্টিনেজ

মেসির জন্য বিশ্বকাপ জিততে চান এমিলিয়ানো মার্টিনেজ