অলিম্পিকের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার কাছে ধরা আর্জেন্টিনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৮ পিএম, ২৩ জুলাই ২০২১
অলিম্পিকের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার কাছে ধরা আর্জেন্টিনা

কয়েকদিন আগেই চিরপ্রতিদ্বন্দ্বি ব্র্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকায় শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। তবে টোকিও অলিম্পিকের নিজেদের প্রথম ম্যাচেই হেরে গেলে তারা। অস্ট্রেলিয়া ফুটবল দলের কাছে ২-০ গোলের ব্যবধানে হেরে গেছে আর্জেন্টিান।

বহুল প্রত্যাশিত টোকিও অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই মাঠে গড়িয়েছে টুর্নামেন্টের ফুটবল আসর। বৃহস্পতিবার (২২ জুলাই) ফুটবর আসরের প্রথম দিনেই মাঠে নামে আর্জেন্টিনা।

আর্জেন্টিনা ফুটবল দল সম্প্রে কোপা আমেরিকায় খেললেও অলিম্পিক ফুটবলে ৪ হাজার ৭২৬ দিন পর খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া। আর প্রথম ম্যাচেই ঐতিহাসিক জয় পেল তারা।

অলিম্পিক ফুটবলে দ্বিতীয়ার্ধের পুরো সময় দশজন নিয়ে আর্জেন্টিনাকে খেলতে হয়েছে। কারণ, বিপক্ষের ফুটবলারকে বাজে ফাউলের জন্য প্রথমার্ধের শেষ দিকে কয়েক মিনিটের ব্যবধানে দুইবার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ফ্রান্সিসকো ওর্তেগাক।
sportsmail24
কোপা আমেরিকায় ব্রাজিলকে পরাস্ত করলেও কোপার দলের প্রায় কোনও সদস্যই অলিম্পিক দলে ছিল না। ছিলেন না লিওনেল মেসিও। তবে যারা খেরেছেন তাদেরকে ভবিষ্যৎ আর্জেন্টিনা ফুটবল। তবে বড় মঞ্চে প্রথম ম্যাচেই নিজেদের জাত চেনাতে ব্যর্থ হয়েছেন।

ম্যাচের ১৪তম মিনিটেই এগিয়ে যায় অস্ট্রেলিয়া। গোল করেন লাচলান ওয়েলস। প্রথমে তিনি অলিম্পিক দলে সুযোগই পাননি। পরে করোনার কারণে অলিম্পিক দলে তাকে জায়গা দেওয়া হয়।

জয়সূচক দ্বিতীয় গোলনি আসে ৮০তম মিনিটে। ডিউকের পাস থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া বাম পায়ের শটে আর্জেন্টিনার পরাজয় নিশ্চিত করেন মারকো তিলিও। নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় ২-০ ব্যবধানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অলিম্পিকে পৃথক ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

অলিম্পিকে পৃথক ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

মেসির জন্য বিশ্বকাপ জিততে চান এমিলিয়ানো মার্টিনেজ

মেসির জন্য বিশ্বকাপ জিততে চান এমিলিয়ানো মার্টিনেজ

অলিম্পিকের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা

অলিম্পিকের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা

জাতীয় দলের প্রাধান্য আগে : ক্রিস্টিয়ান রোমেরো

জাতীয় দলের প্রাধান্য আগে : ক্রিস্টিয়ান রোমেরো