এএফসি কাপের স্বাগতিক হতে পারলো না বসুন্ধরা কিংস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫৫ এএম, ২০ জুলাই ২০২১
এএফসি কাপের স্বাগতিক হতে পারলো না বসুন্ধরা কিংস

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাপের স্বাগতিক হতে চেয়েও পারলো না বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস। নির্ধারিত সময়ে আবেদন করেও তাদের এখন খেলতে হবে মালদ্বীপে। সোমবার (১৯ জুলাই) এএফসি’র পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে এএফসি কাপের স্বাগতিক হওয়ার জন্য আবেদন করেছিল বসুন্ধরা কিংস। তবে ১৪ জুলাইয়ের মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) সরকারের অনুমতি নিয়ে চিঠি পাঠাতে বলে এএফসি। চিঠি পাঠাতে ব্যর্থ হওয়ায় স্বাগতিক হওয়ার দৌড়ে পিছিয়ে পড়েছিল বসুন্ধরা কিংস।

নির্ধারিত সময়ের পর বাফুফে সরকারের অনুমতি নিয়ে এএফসিকে চিঠি দেয়। যেখানে গ্রুপ পর্বে দু’টি ভারতীয় ক্লাব থাকায় বাধ্যতামূলক পাঁচদিনের কোয়ারেন্টাইন বেধে দিয়েছিল বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে, মালদ্বীপকে এএফসি কাপের স্বাগতিক করা হলেও তাদের করোনা নিয়ে চিন্তা রয়েছে। কারণ, তাদের পূর্বের রেকর্ড ভালো নয়। চলতি বছরের মে মাসে করোনাভাইরাস মহামারির কারণে এএফসি কাপের আসর স্থগিত করেছিল তারা।

এএফসি কাপের ‘ডি’ গ্রুপে রয়েছে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস। গ্রুপে প্রতিপক্ষ হিসেবে রয়েছে ভারতের এটিকে মোহন বাগান, মালদ্বীপের মাজিয়া স্পোর্টস। এছাড়া চতুর্থ দল হিসেবে ভারতের ব্যাঙ্গালুরু এফসি এবং মালদ্বীপের টিসি স্পোর্টসের মধ্যকার প্লে অফের জয়ী দল ‘ডি’ গ্রুপে যুক্ত হবে।

চলতি বছরের ১৮-২৪ আগস্ট এএফসি কাপের সময় নির্ধারণ করা হয়েছে। দক্ষিণ এশিয়া জোনের চ্যাম্পিয়ন দল জোনাল সেমিফাইনালের জন্য প্লে অফে অংশ নিবে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মেসির জন্য বিশ্বকাপ জিততে চান এমিলিয়ানো মার্টিনেজ

মেসির জন্য বিশ্বকাপ জিততে চান এমিলিয়ানো মার্টিনেজ

প্রিমিয়ার লিগ ফুটবলে যুক্ত হলো স্বাধীনতা সংঘ

প্রিমিয়ার লিগ ফুটবলে যুক্ত হলো স্বাধীনতা সংঘ

কোভিড ফান্ডের অপেক্ষায় বাফুফে

কোভিড ফান্ডের অপেক্ষায় বাফুফে

‘উচ্ছৃঙ্খল’ জীবনযাপন, মোহামেডানে ঠাই হলো না রবিউলের

‘উচ্ছৃঙ্খল’ জীবনযাপন, মোহামেডানে ঠাই হলো না রবিউলের