২৮ বছরের শিরোপা খরা কাটিয়ে আন্তর্জাতিক শিরোপা স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। এর মাধ্যমে দূর হয়েছে আর্জেন্টাইন কাপ্তান লিওনেল মেসির শিরোপা জিততে না পারার আক্ষেপ। শিরোপা জিততে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তবে এবার মেসির জন্য বিশ্বকাপ জিততে চান তিনি।
পুরো কোপা আমেরিকা জুড়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ট্রাইব্রেকারে নায়ক ছিলেন অ্যাস্টন ভিলার এ গোলরক্ষক।
কোপা আমেরিকা জয়ের পর আর্জেন্টাইন সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। সাক্ষাৎকারে জানান এবার মেসির জন্য বিশ্বকাপ জিততে চান।
তিনি বলেন, ‘সব আর্জেন্টাইন চাই মেসি শিরোপা জিতুক। আমরা কোপা আমেরিকা জিতেছি। আশা করি এবার আমরা তাকে বিশ্বকাপও এনে দিতে পারবো।’
মেসির সাথে কাটানো সময় নিয়েও কথা বলেছেন মার্টিনেজ। বলেন, ‘আমরা এক সাথে কার্ড খেলি। সে খুবই সাধারণ একজন মানুষ। ও (মেসি) আর্জেন্টিনার হয়ে কিছু জিততে চায়। সে এ ধারণাটা সবার মধ্যে ছড়িয়ে দিয়েছে। এ অবস্থায় আমরা শিরোপা জিততে না চেয়ে কিভাবে থাকবো?’
কোপা আমেরিকার শিরোপা জয় নিয়ে মার্টিনেজ বলেন, ‘আমি একজন আর্জেন্টাইন সমর্থক হয়ে স্বপ্ন পূরণ হতে দেখতে চাই। আমি লক্ষ্যে পৌছানো পর্যন্ত লড়াই থামাই না। আমি জানি না মেসি আর কতগুলো বিশ্বকাপ বা কোপা আমেরিকা খেলবে। আমি বলেছিলাম কোপায় অভিষেক হওয়ার সাথে সাথে আমার স্বপ্ন পূরণ হয়েছে।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]