বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের দ্বিতীয় স্তর হলো বাংলাদেশ চ্যাম্পিয়শিপ লিগ (বিসিএল)। এখানকার চ্যাম্পিয়ন দল খেলবে পরবর্তী মৌসুমের প্রিমিয়ার লিগ ফুটবল। এবার বিসিএল চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে স্বাধীনতা ক্রীড়া সংঘ।
চ্যাম্পিয়নশিপ লিগের শেষ রাউন্ডের ম্যাচে কমলাপুর স্টেডিয়ামে মাঠে নেমেছিল অগ্রণী ব্যাংক এবং স্বাধীনতা ক্রীড়া সংঘ। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের চ্যাম্পিয়ন হতে স্বাধীনতা সংঘের দরকার ছিল এক পয়েন্ট। অগ্রণী ব্যাংকের সাথে ম্যাচ গোলশূন্য ড্র করায় স্বাধীনতা সংঘের শিরোপা নিশ্চিত হয়।
কমলাপুর স্টেডিয়ামে রেফারির শেষ বাঁশি বাজার সাথেই সাথেই উল্লাসে মাতে স্বাধীনতা সংঘ। চ্যাম্পিয়ন ব্যানার নিয়ে কমলাপুর স্টেডিয়ামে শূন্য গ্যালারি প্রদক্ষিণ করে এবং পানি ছিটিয়ে করে শিরোপা উল্লাস।
দুই মৌসুম আগে চ্যাম্পিয়নশিপ লিগ থেকে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দল প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেত। তবে এবার বাইলজে পরিবর্তন আনার কারণে শুধু চ্যাম্পিয়ন দলই প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাচ্ছে। তবে চ্যাম্পিয়নশিপ লিগ থেকে নিচের স্তরে রেলিগেটেড হবে দুইটি দল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসের শিরোপা জয় সময়ের অপেক্ষা। অপরদিকে চ্যাম্পিয়নশিপ লিগে শিরোপার নিষ্পত্তি ঘটেছে সর্বশেষ রাউন্ডে। রোববার (১৮ জুলাই) স্বাধীনতা সংঘ ম্যাচ ড্র করায় তাদেরকে জটিল হিসাব নিকাশের ঝামেলায় পড়তে হয়নি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]