বর্ণবাদের অভিযোগ, মাঠ ছাড়লো জার্মানি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৫ এএম, ১৯ জুলাই ২০২১
বর্ণবাদের অভিযোগ, মাঠ ছাড়লো জার্মানি

ফুটবলে বর্ণবাদ ইস্যুটাকে খুবই গুরুত্ব দিয়ে দেখা হয়। এইতো কিছুদিন আগে ইউরো চ্যাম্পিয়নশিপে ফাইনালে পেনাল্টি থেকে গোল করতে না পারায় বর্ণবাদের শিকার হন তিন ইংলিশ ফুটবলার। এবার টোকিও অলিম্পিক শুরুর আগেই বর্ণবাদের শিকার হলেন জার্মানির ফুটবলার জর্ডান তুনারিগা।

অলিম্পিকের মূল পর্বের লড়াই শুরুর আগে এক প্রীতি ম্যাচে মুখোমুখি হয় জার্মানি ও হন্ডুরাস। ম্যাচের পুরো সময় সবকিছু ঠিক ভাবে চললেও ম্যাচ শেষ হওয়ার পাঁচ মিনিট আগেই বর্ণবাদের ঘটনা ঘটে বলে অভিযোগ করে জার্মানি।

বর্ণবাদের অভিযোগ এনে ম্যাচ শেষ না করেই মাঠ ছাড়ে জার্মানির ফুটবলাররা। বিবিসি জানায়, বর্ণবাদের শিকার হন জার্মান ডিফেন্ডার তুনারিগা। ১-১ এ সমতায় থাকা ম্যাচটি যাচ্ছিল শেষের দিকেই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এ ঘটনা ঘটায় আর সম্ভব হয়ে ওঠেনি খেলা।

বর্ণবাদের এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন জার্মানির অলিম্পিক দলের কোচ স্টেফান কুন্টজ বলেন, 'যখন আমাদের একজন ফুটবলার বর্ণবাদের শিকার হন তখন খেলার আর সুযোগ থাকে না।' এদিকে হন্ডুরাস তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছে।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপ জয়ী জিরুদের নতুন ঠিকানা এসি মিলান

বিশ্বকাপ জয়ী জিরুদের নতুন ঠিকানা এসি মিলান

‘উচ্ছৃঙ্খল’ জীবনযাপন, মোহামেডানে ঠাই হলো না রবিউলের

‘উচ্ছৃঙ্খল’ জীবনযাপন, মোহামেডানে ঠাই হলো না রবিউলের

অলিম্পিকের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা

অলিম্পিকের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা

সিরি-এ’তে নিষিদ্ধ সবুজ জার্সি

সিরি-এ’তে নিষিদ্ধ সবুজ জার্সি