অলিম্পিকের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৯ এএম, ১৮ জুলাই ২০২১
অলিম্পিকের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা

কোপা আমেরিকা, ইউরো চ্যাম্পিয়নশিপের পর কিছুদিন পরই শুরু হচ্ছে টোকিও অলিম্পিক ফুটবল। মোট ১৬ টি দেশ অংশগ্রহণ নিচ্ছে এবারের ফুটবল আসরে। যেখানে রয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, জার্মানি, স্পেনের মতো দলও। টোকিও অলিম্পিককে সামনে রেখে ইতিমধ্যেই দল ঘোষণা করেছে আর্জেন্টিনা অলিম্পিক দলের কোচ ফার্নান্দো বাতিস্তা।

অলিম্পিকের নিয়ম অনুযায়ী দলে ২৪ এর বেশি তিনজন খেলোয়াড় রাখা যাবে। সেই সুযোগ থাকা সত্ত্বেও দলে একজনের বেশি সিনিয়ন খেলোয়াড় নেননি দলটির কোচ বাতিস্তা। একমাত্র সিনিয়র খেলোয়াড় হিসেবে দলে সুযোগ পেয়েছেন জেরেমাই লেদেসমা। তিনি স্প্যানিশ ক্লাব কাদিজের গোলরক্ষক।

কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২২ জুলাই মাঠে নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২৫ জুলাই নিজেদের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশর। আর শেষ ম্যাচে ২৮ জুলাই আর্জেন্টিনা মাঠে নামবে স্পেনের বিপক্ষে।

একনজরে আর্জেন্টিনার অলিম্পিক দল

গোলকিপার: হোয়াকিন ব্লাসকেস (তাল্লেরেস), লওতারো মোরালেস (লানুস), জেরেমাই লেদেসমা* (রোজারিও সেন্ট্রাল)।

ডিফেন্ডার: এর্নার দে লা ফুয়েন্তে (ভেলেজ সার্জফিল্ড), মার্সেলো এরেরা (সান লরেঞ্জো), নেহুয়েন পেরেস (আতলেটিকো মাদ্রিদ), লিওনেল মোসেভিচ (আর্জেন্টিনোস জুনিয়র্স), ফাকুন্দো মেদিনা (লাঁস), ফ্রান্সিসকো ওর্তেগা (ভেলেজ), ক্লদিও ব্রাভো (পোর্টল্যান্ড টিম্বার্স)

মিডফিল্ডার: ফস্তো ভেরা (আর্জেন্টিনোস জুনিয়র্স), সান্তিয়াগো কলম্বাত্তো (লেওন), টমাস বেলমন্তে (লিডস ইউনাইটেড), মার্টিন পায়েরো (ব্যানফিল্ড), থিয়াগো আলমাদা (ভেলেজ সার্জফিল্ড), এজেকিয়েল বার্কো (আটালান্টা ইউনাইটেড),

ফরোয়ার্ড: কার্লোস ভালেনসুয়েলা (বারাকাস সেন্ট্রাল), পেদ্রো দে লা ভেগা (লানুস), আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (ব্রাইটন), এগুস্তিন উরজি (ব্যানফিল্ড), আদোলফো গাইস (সিএসকেএ মস্কো), এজেকিয়েল পন্স (স্পার্তাক মস্কো)।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

টোকিও অলিম্পিক ফুটবলের সূচি প্রকাশ, থাকছে ব্রাজিল-আর্জেন্টিনা

টোকিও অলিম্পিক ফুটবলের সূচি প্রকাশ, থাকছে ব্রাজিল-আর্জেন্টিনা

অপ্রতিরোধ্য বসুন্ধরার মেয়েরা, এক ম্যাচেই ১৮ গোল

অপ্রতিরোধ্য বসুন্ধরার মেয়েরা, এক ম্যাচেই ১৮ গোল

সিরি-এ’তে নিষিদ্ধ সবুজ জার্সি

সিরি-এ’তে নিষিদ্ধ সবুজ জার্সি

জাতীয় দলের প্রাধান্য আগে : ক্রিস্টিয়ান রোমেরো

জাতীয় দলের প্রাধান্য আগে : ক্রিস্টিয়ান রোমেরো