রাশিয়া বিশ্বকাপে নিজেদের খেলা নিশ্চিত করলো ডেনমার্ক। বাছাই পর্বের প্রথম লেগ গোল শূন্য ড্র হওয়ায় নিজেদের মাঠে সুযোগ ছিল আয়াল্যান্ডের। তবে ক্রিস্টিয়ান এরিকসনের হ্যাটট্রিকে স্বাগতিকদের ৫-১ গোলে বিধ্বস্ত করে আট বছর পর বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ডেনমার্ক।
নিজেদের মাঠে ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল করে আয়ারল্যান্ডকে লিড এনে দেন শেন ডাফি। তবে প্রথমার্ধেই মাত্র তিন মিনিটের মধ্যে দুই গোল হজম করে বসে স্বাগতিকরা। ম্যাচের ২৯ মিনিটে সাইরাস ক্রিস্টির আত্মঘাতী গোলে সমতায় ফেরে ডেনমার্ক। আর ৩২ মিনিটে অতিথিদের এগিয়ে দেন এরিকসন।
বিরতি থেকে ফিরে ১০ মিনিটের ব্যবধানে আরও দুই গোল করে নিজের হ্যাটট্রিকও পূরণ করেন টটেনহ্যাম হটস্পারের মিডফিল্ডার এরিকসেন। এর সঙ্গে সঙ্গে আয়ারল্যান্ডের ম্যাচে ফেরার আশাও শেষ হয়ে যায়। ৯০তম মিনিটে ডিফেন্ডার নিকলাসের আত্মঘাতী গোলে ডেনমার্কের জয়ের ব্যবধান আরও বাড়ে। এ জয়ে ২০১০ সালের পর আবার বিশ্বকাপে খেলবে ডেনমার্ক।