বাংলাদেশ নারী ফুটবল লিগে যেনো অপ্রতিরোধ্য, দূরন্ত, দূর্বার বসুন্ধরা কিংস। কিংসের মেয়েদের ফুটবল নৈপুণ্যে প্রতিপক্ষ পাত্তা ই পাচ্ছে না। প্রায় প্রতি ম্যাচেই বড় জয় পাওয়া বসুন্ধরা কিংস আরও একটি বড় জয় তুলে নিল জামালপুর কাচারীপাড়া একাদশের বিপক্ষে। শনিবার (১৭ জুলাই) বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে জামালপুরের জালে ১৮ গোল দেয় কিংসের মেয়েরা।
গত ম্যাচে কুমিল্লার বিপক্ষে ৬ গোলে জেতার পর এদিন আরও বড় ব্যবধানে জয় তুলে নেয় সাবিনা-কৃষ্ণারা। প্রথমার্ধেই বসুন্ধরা কিংস সাত গোলে এগিয়ে যায়। প্রথমার্ধে কিংসের হয়ে মনিকা (৩ মিনিট), আনাই (৯ মিনিট), সাবিনা খাতুন (১৬), কৃষ্ণা (২৬, ২৮ ও ৩৯ মিনিট) ও সুমাইয়া (৩৬ মিনিট) গোল করলে ৭-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেও গোলের তৃষ্ণা কমেনি কিংসের মেয়েদের। প্রথমার্ধে ৭ গোল দেয়া বসুন্ধরা কিংস দ্বিতীয়ার্ধে আরও ১১ গোল করে। মোট ১৮ গোল দিয়ে রীতিমতো বিধ্বস্ত করে দেয় জামালপুরের মেয়েদের।
দ্বিতীয়ার্ধে সাবিনা খাতুন (৬৩, ৮০ ও ৯৩ মিনিট), কৃষ্ণা (৫৩ ও ৮৯ মিনিট), সানজিদা (৫৫, ৭০, ৯২ মিনিট), শামসুন্নাহার (৬১, ৭৪ ও ৮৬) গোল করলে ১৮-০ গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।
এই জয়ের ফলে নারী লিগে এখনও অপরাজিত রয়েছে বসুন্ধরা কিংস। শিরোপা নিজেদের করে নেয়ার খুব কাছাকাছিও অবস্থান করছে নারী লিগের এই শক্তিশালী দলটি।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]