ক্যারিয়ারের বাকি সময়টা বার্সেলোনাতেই কাটাতে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছেন লিওনেল মেসি। প্রাণের ক্লাবটির সাথে পাঁচ বছরের নতুন চুক্তিতে সই করতে যাচ্ছেন এই ফুটবল যাদুকর। দীর্ঘ মেয়াদের চুক্তিতে অর্ধেক বেতনের করার কথা বলা হলেও সন্দেহ করছে লা লিগা। নতুন করে সকর্ত করেছেন লিগের সভাপতি জাভিয়ার তেবাস। এমনকি পিএসজি ও ম্যানচেস্টার সিটি থেকে মেসিকে প্রস্তাব দেওয়ার তথ্যও মিথ্যা বলে জানিয়েছেন তিনি।
চলতি বছরের ৩০ জুনের (বুধবার) পর বার্সেলোনার সাথে চুক্তির মেয়াদ শেষ হয়েছে মেসির। তবে বিশ্ব গণমাধ্যমের তথ্যানুযায়ী, বার্সেলোনা ছেড়ে যাচ্ছেন না লিওনেল মেসি। প্রাণের এই ক্লাবটিতেই ক্যারিয়ার শেষ করতে চান তিনি। ৩৪ বছর বয়সের মেসি বার্সেলোনার সাথে নতুন করে পাঁচ বছরের চুক্তি করতে যাচ্ছেন।
চুক্তি মেয়াদ শেষ হয়ে মাসের অর্ধেক সময় পার হয়ে গেলেও এখনো চুক্তিপত্রে স্বাক্ষর হয়নি মেসি-বার্সার। ক্লাব এবং মেসি রাজি থাকলেও চুক্তি স্বাক্ষর না হওয়ার পেছনে মূল কারণ ছিল লা লিগা। স্পেনের পেশাদার ফুটবল লিগ লা লিগার অর্থনৈতিক নিয়ন্ত্রণের কারণে মেসির সাথে বার্সেলোনার চুক্তি আটকে ছিল।
লা লিগার নিয়ন্ত্রণের কারণে মেসির বেতন অর্ধেক করা হয়েছে। বিষয়টি মেনেও নিয়েছেন লিওনেল মেসি। তবে নতুন করে আবারও সতর্ক করে দিয়েছে লা লিগা। স্পেনের পেশাদার এ ফুটবল লিগের সভাপতি জাভিয়ার তেবাস জানিয়েছেন, তিনি মেসির পক্ষে, তবে কোন নিয়ম ভাঙবেন না। বার্সা-মেসির নতুন চুক্তির বিষয়ে সবকিছু সঠিকভাগে বিশ্লেষণ করতে হবে।
জাভিয়ার তেবাস বলেন, ‘বার্সেলোনা নতুন খেলোয়াড়কে নিবন্ধিত করতে পারবে না। আমি মেসির পক্ষে, তবে এটি (নিয়ম ভাঙা) অসম্ভব। ক্লাবগুলোর অধিকার এবং লা লিগার অখণ্ডতা রক্ষা করতে হবে। সবকিছু সঠিকভাবে বিশ্লেষণ করতে হবে। অর্থনৈতিক বিষয়টি আমাদের খতিয়ে দেখতে হবে।’
ছয়বারের ব্যালন ডি’অর বিজয়ী ৩০ জুন ফ্রি হওয়ার পর পিএসজি এবং ম্যানচেস্টার সিটি থেকে প্রস্তাব পেয়েছিলেন বলেও সংবাদ মাধ্যমে বলা হয়। তবে সেটিও মিথ্যা বলে দাবি করেছেন তেবাস।
লা লিগা সভাপতি বলেন, ‘এই মুহূর্তে আমি কেবল আমার মতামত দিতে পারি। এটি একটি মজার বিষয় যে, ম্যানচেস্টার সিটি বা পিএসজি থেকে কোন প্রস্তাব (মেসির জন্য) আসেনি।’
এদিকে, মেসিকে ধরে রাখতে ফরাসি ফুটবলার অঁতোয়ান গ্রিজম্যানকে অ্যাটলেটিকো মাদ্রিদের বিক্রি করে দিচ্ছে বার্সেলোনা। তেবাস বিশ্বাস করেন, সাম্প্রতিক বছরগুলোতে উভয় ক্লাব আর্থিক ক্ষতির সাথে লড়াই করছে। গ্রিজম্যানকে নিয়ে দুটি ক্লাবই ভালো একটি সিদ্ধান্তে পৌঁছবে।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]