দীর্ঘ ২১ বছরের পেশাদার ক্যারিয়ারকে বিদায় জানালেন নেদারল্যান্ডসের তারকা ফুটবলার আরিয়েন রোবেন। ক্লাব ক্যারিয়ারে বায়ার্ন মিউনিখ এবং চেলসি হয়ে খেলা এ তারকা ২০১০ বিশ্বকাপে নেদারল্যান্ডের হয়ে বিশ্বকাপের ফাইনালেও খেলেছিলেন।
বছর তিনেক আগেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন আরিয়েন রোবেন। দলকে ২০১৮ বিশ্বকাপের মূল পর্বে তুলতে না পারার ব্যর্থতার দায় নিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান তিনি। এরপরেই দীর্ঘ ১০ বছরের বায়ার্ন মিউনিখ ক্যারিয়ার শেষ করে শৈশবের ক্লাব এফ সি গ্রোনিঙ্গেনে পাড়ি জমিয়েছিলেন। এরপর থেকেই পেশাদার ক্যারিয়ারকে বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছিলেন এ ডাচ তারকা।
অবশেষে বৃহস্পতিবার (১৫ জুলাই) পেশাদার ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলে রোবেন। নিজের টুইটারে দেওয়া টুইট বার্তায় নিজে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।
রোবেন বলেন, ‘প্রিয় বন্ধুরা, আমি আমার পেশাদার ক্যারিয়ারকে বিদায় জানাচ্ছি। এ সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল না। আমাকে সমর্থন দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’
Beste voetbalvrienden,
— Arjen Robben (@ArjenRobben) July 15, 2021
Ik heb besloten om te stoppen met mijn actieve voetbalcarrière. Een heel moeilijke keuze. Ik wil iedereen bedanken voor alle hartverwarmende steun!
Groetjes, Arjen pic.twitter.com/aAEdxdL5tU
২০০২ সালে পেশাদার ক্যারিয়ারে পা রাখেন আরিয়েন রোবেন। এফ সি গ্রোনিঙ্গেনের হয়ে যাত্রা শুরু করেন তিনি। এরপর ইংলিশ ক্লাব চেলসি, রিয়াল মাদ্রিদ হয়ে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে যোগ দেন। এখানে দশ মৌসুম কাটিয়ে ফেরেন শৈশবের ক্লাব গ্রোনিঙ্গেনে। সেখান থেকেই পেশাদার ক্যারিয়ারকে বিদায় জানালেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]