কোপা আমেরিকা ও উয়েফা ইউরো আসরের আমেজ এখনো শেষ হয়নি। এর মাঝেই কড়া নাড়ছে টোকিও অলিম্পিক। যেখানে অন্যান্য ইভেন্টের মতো রয়েছে ফুটবলও। অলিম্পিকে এবার ব্রাজিল-আর্জেন্টিনাসহ মোট ১৬টি ফুটবল খেলুড়ে দেশ অংশ নেবে। যার মধ্যে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে ব্রাজিল এবং জার্মানি।
অলিম্পিকে ১৬টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে লড়বে। ২২ জুলাই স্পেন এবং মিশরের ম্যাচ দিয়ে শুরু হবে টোকিও অলিম্পিকে ফুটবলের লড়াই।
সদ্য শেষ হয়েছে দুই মহাদেশের ফুটবলের দুই সেরা টুর্নামেন্ট কোপা আমেরিকা এবং ইউরো কাপ। ইউরোতে প্রি-কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছিল জার্মানি। ব্রাজিল কোপার ফাইনালে উঠেও মেসির আর্জেন্টিনার কাছে হেরে গেছে। ফলে অলিম্পিকে নিজেদের প্রথম ম্যাচে দুই দেশই ভালো করতে মরিয়া।
চলতি জুলাইয়ের ২২ তারিখে অনুষ্ঠিত হবে ব্রাজিল-জার্মানির ম্যাচটি। একই দিন ব্রাজিল-জার্মানি ছাড়াও মাঠে নামবে আর্জেন্টিনাও। তবে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
২০১৬ রিও অলিম্পিকের দুই ফাইনালিস্ট ছিল ব্রাজিল ও জার্মানি। সেই ফাইনালে ছয় দশকের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জার্মানিকে হারিয়েই স্বর্ণ পদক জিতেছিল ব্রাজিল।
ব্রাজিলের সেই ম্যাচে নেইমার ছিলেন। তবে এবারের প্রতিযোগিতায় নেইমারকে পাবে না ব্রাজিল। অলিম্পিকে ব্রাজিলকে নেতৃত্ব দিবেন ড্যানি আলভেজ।
চারটি গ্রুপের মধ্যে ‘ডি’ গ্রুপে ব্রাজিল ও জার্মানি ছাড়াও রয়েছে আইভোরি কোস্ট ও সৌদি আরব। অলিম্পিকে মূলত অনূর্ধ-২৩ দলের খেলা হয়। প্রতিটি দলে সর্বোচ্চ ৩ জন ২৩ বছরের বেশি বয়সের ফুটবলার খেলতে পারেন।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]