একদিন আগেই ফেসবুকে পোস্ট দিয়ে এসি মিলানকে বিদায় জানিয়েছিলেন জিয়ানলুইজি ডোনারুমা। এবার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে প্যারিস সেন্ট জার্মেইন জানিয়ে দিল, তাদের সাথেই গাটছাড়া বাধতে যাচ্ছেন ডোনারুমা। তাকে দলে ভেড়াতে পিএসজিকে কোনো অর্থই খরচ করতে হয়নি। মিলানের সাথে চুক্তি শেষ হওয়ার পর যে ফ্রি এজেন্ট হিসেবেই ছিলেন তিনি।
চলতি বছরের ইউরোতে ইতালির রক্ষণের দেয়াল হয়ে ছিলেন ডোনারুমা। শিরোপা নির্ধারণী ম্যাচে পেনাল্টি শুটআউটে তার নৈপ্যুণ্যেই ৫৩ বছর অপেক্ষার পর ইতালি ঘরে তুলেছিল ইউরোর দ্বিতীয় শিরোপা। এছাড়াও ইউরোর ইতিহাসে প্রথম গোলরক্ষক হিসেবে জিতেছেন গোল্ডেন বুট।
শুধু ইতালি নয়, সর্বশেষ মৌসুমে এসি মিলানের হয়েও ডোনারুমা ক্যারিয়ারের সেরা ফর্মে ছিলেন। মিলানের হয়ে ছয় মৌসুমে ২১৫ ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। ইতালির হয়ে সর্বকনিষ্ঠ গোলরক্ষক হিসেবে মাঠে নামার রেকর্ড তার দখলে। ইতালির হয়ে অভিষেকের সময় তার বয়স ছিলে ১৭ বছর ১৮৯ দিন। দূর্দান্ত ফর্মে থাকা এ গোলরক্ষককে দলে ভেড়াতে পিএসজিকে কোনো অর্থ খরচই করতে হয়নি।
Paris Saint-Germain is delighted to announce that Gianluigi Donnarumma has joined the club.
— Paris Saint-Germain (@PSG_English) July 14, 2021
The Italian goalkeeper has signed a five-year contract until 30 June 2026.#WelcomeGigiohttps://t.co/CbvJfjJyGV
পাঁচ বছরের চুক্তিতে পিএসজিতে পাড়ি জমিয়েছেন ডোনারুমা। চুক্তি অনুযায়ী ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত প্যারিসেই থাকবেন তিনি।
মিলানের সাথে সর্বশেষ বছরের চুক্তি অনুযায়ী ডোনারুমার বাই আউট ক্লজ ছিল ৬০ মিলিয়ন ইউরো। তবে চুক্তি শেষ হয়ে যাওয়ায় কোনো অর্থই খরচ করতে হচ্ছে না। এ মৌসুমে জর্জিনিও ওয়াইনাল্ডাম, সার্জিও রামোস এবং আশরাফ হাকিমির মত ফুটবলাদেরকেও বিনামূল্যে দলে ভিড়িয়েছে তারা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]