ইউরোর সেরা গোলদাতা প্যাট্রিক শিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩২ এএম, ১৬ জুলাই ২০২১
ইউরোর সেরা গোলদাতা প্যাট্রিক শিক

ইউরো চ্যাম্পিয়নশিপের সেরা গোলের পুরস্কার লাভ করলেন চেক রিপাবলিকের প্যাট্রিক শিক। গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে বুদ্ধিমত্তার সাথে প্রায় ৫০ গজ দূর থেকে শট নিয়ে গোল করেন তিনি। তার জোড়া গোলে সেই ম্যাচে ২-০ গোলে জিতেছিল চেক রিপাবলিক। টুর্নামেন্ট এ ক্রিশ্চিয়ানো রোনালদোর সমান সংখ্যক পাঁচ গোল করেছিলেন তিনি। 

ম্যাচের ৫২ মিনিটে আক্রমণে ছিল স্কটিশরা। সেখান থেকেই বল পেয়ে যায় চেক রিপাবলিক। সেই বল প্যাট্রিককে পাস দিলে প্যাট্রিক প্রতিপক্ষের গোলরক্ষক এগিয়ে থাকায় সুযোগ বুঝে প্রায় ৫০ গজ দূর থেকে শট নেন। বিপদ বুঝতে পেরে গোলরক্ষক ডেভিড মার্শাল দৌড় দেন বটে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়। বলের সঙ্গে তিনিও জালে জড়ান।

ইউরোর অফিসিয়াল ওয়েবসাইটে প্রায় ৮ লাখ মানুষ এই গোলের পক্ষে ভোট দিয়েছেন। দ্বিতীয় সেরা গোল হয়েছে সুইজারল্যান্ডের বিপক্ষে ফ্রান্সের মিডফিল্ডার পল পগবার গোলটি। তৃতীয় সেরা গোলের খেতাব পেয়েছে স্কটল্যান্ডের বিপক্ষে করা ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচের গোলটি। 

ইউরো ২০২০-এর সেরা ১০ গোল :  প্যাট্রিক শিক (চেক রিপাবলিক, বনাম স্কটল্যান্ড), পল পগবা (ফ্রান্স, বনাম সুইজারল্যান্ড ), লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া, বনাম স্কটল্যান্ড), লরেন্সো ইনসিনিয়ে (ইতালি, বনাম বেলজিয়াম), কেভিন ডে ব্রুইনে (বেলজিয়াম, বনাম ডেনমার্ক), ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল, বনাম হাঙ্গেরি), আলভারো মোরাতা (স্পেন, বনাম ইতালি), মিকেল ডামসগার্ড (ডেনমার্ক, বনাম ইংল্যান্ড), ইয়ারমোলেঙ্কো (ইউক্রেন, বনাম নেদারল্যান্ডস), ফেডরিখ কিয়েসা (ইতালি, বনাম স্পেন)। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রাণের ক্লাব, অর্ধেক বেতনেই থাকছেন মেসি

প্রাণের ক্লাব, অর্ধেক বেতনেই থাকছেন মেসি

কুমিল্লাকে ৬ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করলো বসুন্ধরা

কুমিল্লাকে ৬ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করলো বসুন্ধরা

বসুন্ধরা কিংসেই থাকছেন রবসন

বসুন্ধরা কিংসেই থাকছেন রবসন

টোকিও অলিম্পিক ফুটবলের সূচি প্রকাশ, থাকছে ব্রাজিল-আর্জেন্টিনা

টোকিও অলিম্পিক ফুটবলের সূচি প্রকাশ, থাকছে ব্রাজিল-আর্জেন্টিনা