কুমিল্লাকে ৬ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করলো বসুন্ধরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৬ এএম, ১৬ জুলাই ২০২১
কুমিল্লাকে ৬ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করলো বসুন্ধরা

বাংলাদেশ নারী ফুটবল লিগে কুমিল্লা ইউনাইটেডকে বিশাল ব্যবধানে হারিয়ে লিগের শিরোপা নিশ্চিত করলো বসুন্ধরা কিংস। নিজেদের ১২ ম্যাচের সবকটিতে জয় তুলে ৩৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কিংস। সর্বশেষ ম্যাচে কুমিল্লাকে ৬-০ গোলে হারিয়ে দিয়েছে বসুন্ধরার মেয়েরা।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে কুমিল্লা ইউনাইটেডের বিপক্ষে এ জয় তুলে নেয় সাবিনারা। লিগে এখন পর্যন্ত পরাজয়ের রেকর্ড নেই বসুন্ধরা কিংসের।  

ম্যাচের প্রথমার্ধে বসুন্ধরা কিংসকে বেশ ভালোভাবে আটকে রাখতে সক্ষম হয় কুমিল্লা ইউনাইটেডের মেয়েরা। তবে এর মাঝেই ম্যাচের ১৫তম মিনিটে বসুন্ধরাকে লিড এনে দেন সাবিনা খাতুন।

প্রথমার্ধে বসুন্ধরার অর্জন ছিল কেবলই এই একটি গোল। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায়  কুমিল্লার মেয়েরা। তবে বিরতি থেকে ফিরে পাল্টে যায় সব হিসেব।  

দ্বিতীয়ার্ধে আর কিংসকে প্রতিহত করতে পারেনি কুমিল্লা ইউনাইটেড। প্রথমার্ধে ১ গোল পাওয়া বসুন্ধরা কিংস দ্বিতীয়ার্ধে করে আরও পাঁচ গোল। 

দ্বিতীয়ার্ধে শুরুতেই বসুন্ধরাকে লিড এনে দেয় শামসুন্নাহার। ম্যাচের ৫৭ মিনিটে তার গোলে ২-০ গোলে এগিয়ে যায় কিংস। ম্যাচের ৭০ মিনিটে কিংসকে ৩-০ গোলে এগিয়ে নেন মনিকা।

কিছুক্ষণ পরেই তহুরার গোলে ৪-০ তে এগিয়ে যায় বসুন্ধরা। ম্যাচের ৮৪ মিনিটে কিংসের হয়ে  পঞ্চম গোলটি করেন রিতু পর্না। আর কুমিল্লার জালে শেষ গোলটি করেন শামসুন্নাহার।

কুমিল্লার বিপক্ষে এ জয়ে লিগে নিজেদের দুই ম্যাচ বাকি থাকতেই নারী ফুটবল লিগের চলতি আসরের শিরোপা জয় নিশ্চিত করলো বসুন্ধরা কিংস। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রাণের ক্লাব, অর্ধেক বেতনেই থাকছেন মেসি

প্রাণের ক্লাব, অর্ধেক বেতনেই থাকছেন মেসি

বসুন্ধরা কিংসেই থাকছেন রবসন

বসুন্ধরা কিংসেই থাকছেন রবসন

জামাল-তারিকদের জন্য টিকার উদ্যোগ বাফুফের

জামাল-তারিকদের জন্য টিকার উদ্যোগ বাফুফের

টোকিও অলিম্পিক ফুটবলের সূচি প্রকাশ, থাকছে ব্রাজিল-আর্জেন্টিনা

টোকিও অলিম্পিক ফুটবলের সূচি প্রকাশ, থাকছে ব্রাজিল-আর্জেন্টিনা