জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং ডিফেন্ডার তারিক কাজীর জাতীয় পরিচয়পত্র না থাকায় তাদের জন্য বিশেষ ব্যবস্থায় করোনাভাইরাসের টিকা দেওয়ার ব্যবস্থা করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দুইজনকে বিদেশি কোটায় টিকা প্রদানের জন্য ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাফুফে।
ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া এবং ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী বাংলাদেশি পাসপোর্ট করার সময় তাদের বয়স কম ছিল। তাই জন্মনিবন্ধন সনদ দিয়েই পাসপোর্ট তৈরি করেন। বাংলাদেশি হিসেবে টিকা নিতে হলে জাতীয় পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক হওয়ায় তাদেরকে বিদেশি কোটায় টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে বাফুফে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ এবং তৃতীয় বিভাগ লিগের খেলা ৫৮০ জন ফুটবলারের তালিকা তৈরি করেছে বাফুফে। সে তালিকা ইতিমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে জাতীয় পরিচয়পত্র না থাকায় ২০ জন ফুটবলারের নাম তালিকা থেকে বাদ পড়েছে।
যেসব ফুটবলারের জাতীয় পরিচয়পত্র নেই তাদেরকে দ্রুত জাতীয় পরিচয় পত্র করার তাগিদ দিয়েছে বাফুফে। এর জন্য বাফুফে থেকে সম্ভাব্য সকল সাহায্য করা হবে বলে জানানো হয়েছে।
টিকার জন্য প্রথমবার ক্লাব কোটায় ৪১২ জন ফুটবলারের তালিকা দিয়েছিল বাফুফে। এদের মধ্যে জাতীয় দলের ৫ জন ফুটবলার সহ ৭০ জন ফুটবলার টিকা নিয়েছেন। আগে বাদ পড়া এবং নতুন মিলিয়ে ৫৮০ জনের তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]