কোপায় করোনা আক্রান্ত ১৭৯, তবুও খুশি ব্রাজিল সরকার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪১ এএম, ১৫ জুলাই ২০২১
কোপায় করোনা আক্রান্ত ১৭৯, তবুও খুশি ব্রাজিল সরকার

কোপা আমেরিকা শুরুর পূর্বে আয়োজক দেশ নিয়ে হয়েছে নানা নাটকীয়তা। কোপা আমেরিকার স্বাগতিক হওয়ার তালিকায় ব্রাজিলের নাম প্রথমে না থাকলেও সেই ব্রাজিলেই সফলভাবে অনুষ্ঠিত হয় এবারের কোপা আমেরিকা। টুর্নামেন্ট শুরুর দিকে কয়েকজনের করোনা আক্রান্তের খবর উদ্বিগ্ন ছড়ালেও শেষ পর্যন্ত সফলভাবেই কোপা আমেরিকা আয়োজন করতে পেরেছে ব্রাজিল এমনটাই দাবি ব্রাজিল সরকারের।

ব্রাজিল সরকারের তথ্য মতে, টুর্নামেন্ট চলাকালীন সময়ে টুর্নামেন্ট সংশ্লিষ্ট ১৭৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হন, যা ১৭ দিন আগের তুলনায় ১৩ গুণ বেশি। ব্রাজিল সরকারের মতে, তারা সফলভাবে এই টুর্নামেন্ট আয়োজন করতে পেরেছে। তাদের দক্ষতার কারণেই আক্রান্ত কম হয়েছে বলে দাবি ব্রাজিলের।

১১ জুন থেকে ১০ জুলাইয়ের মধ্যে কোপার সঙ্গে যুক্ত মোট ২৮,৭২২ জনের টেস্ট করা হয়, যার মধ্যে মাত্র ০.৬ শতাংশ মানুষের রিপোর্ট পজিটিভ আসে। তবে উক্ত রিপোর্টে ফাইনাল দেখতে আসা দর্শকদের গণনা করা হয়নি। টুর্নামেন্ট শুরুর দিকে করোনা আক্রান্ত দেশে কোপার আয়োজন করা একেবারেই সমর্থন করেনি ব্রাজিলিয়ান দল। প্রকাশ্যে অসন্তোষ দেখালেও শেষ মুহূর্তে তারা টুর্নামেন্টে অংশ নিতে রাজি হয়।

এক বিবৃতিতে ব্রাজিলের স্বাস্থ্য বিভাগ দাবি করে, 'করোনা সংক্রমণের হার অত্যন্ত কম হওয়া, আমাদের দক্ষতার সঙ্গে কোপা আমেরিকা আয়োজন করারই উদাহরণ। কোপার ফলে করোনার আক্রান্তের সংখ্যা তেমনভাবে বৃদ্ধি পায়নি।'

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 

 



শেয়ার করুন :


আরও পড়ুন

টোকিও অলিম্পিক ফুটবলের সূচি প্রকাশ, থাকছে ব্রাজিল-আর্জেন্টিনা

টোকিও অলিম্পিক ফুটবলের সূচি প্রকাশ, থাকছে ব্রাজিল-আর্জেন্টিনা

দুই চ্যাম্পিয়নের লড়াই, সুপার কাপে আর্জেন্টিনা-ইতালি

দুই চ্যাম্পিয়নের লড়াই, সুপার কাপে আর্জেন্টিনা-ইতালি

কোপার সেরা একাদশে নেই শিরোপা জয়ী ডি মারিয়া

কোপার সেরা একাদশে নেই শিরোপা জয়ী ডি মারিয়া

পাঁচ বছরের চুক্তিতে অ্যাথলেটিকো মাদ্রিদে ডি পল

পাঁচ বছরের চুক্তিতে অ্যাথলেটিকো মাদ্রিদে ডি পল