দুই চ্যাম্পিয়নের লড়াই, সুপার কাপে আর্জেন্টিনা-ইতালি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৫ পিএম, ১৪ জুলাই ২০২১
দুই চ্যাম্পিয়নের লড়াই, সুপার কাপে আর্জেন্টিনা-ইতালি

দুই মহাদেশের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই শেষ হয়েছে। কোপা আমেরিকার ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। অপরদিকে, ইংল্যান্ডকে হারিয়ে ইউরোর শিরোপা ঘরে তুলেছে ইতালি। এবার এই দুই দলের মুখোমুখি লড়াই দেখবেন ফুটবলপ্রেমীরা।

দুই মহাদেশের সেরা দুই দলকে নিয়ে আয়োজিত হবে ‘সুপার কাপ’। সেখানে মুখোমুখি হবে ইউরোপ এবং ল্যাটিন আমেরিকা মহাদেশের দুই চ্যাম্পিয়ন। এমনটাই জানিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

সংবাদ মাধ্যমে জানানো হয়, দক্ষিণ আমেরিকা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনমেবল এবং ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফার মধ্যে কথাবার্তা প্রায় চূড়ান্ত। দুই মহাদেশের দুই চ্যাম্পিয়ন দল নিয়ে আয়োজিত হবে সুপার কাপ।

আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার নামে শিরোপার নামকরণ করার প্রস্তাব করা হয়েছে। এতে টুর্নামেন্টের নাম হবে ‘ম্যারাডোনা সুপার কাপ’।

ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে ইউরো চ্যাম্পিয়ন ইতালি

দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের এ লড়াই অনুষ্ঠিত হবে ইতালির নেপলস শহরে। এ শহরের ক্লাব নেপোলিতে খেলেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনা।

ফুটবলের ব্যস্ত সূচি এবং করোনা কথা মাথায় রেখে কবে এ ম্যাচ আয়োজিত তা এখনও জানানো হয়নি। তবে ২০২২ কাতার বিশ্বকাপের আগেই সুবিধাজনক সময়ে ম্যাচটি আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ইতালির শিরোপা জয়ের উল্লাসে প্রাণহানি

ইতালির শিরোপা জয়ের উল্লাসে প্রাণহানি

পাঁচ বছরের চুক্তিতে অ্যাথলেটিকো মাদ্রিদে ডি পল

পাঁচ বছরের চুক্তিতে অ্যাথলেটিকো মাদ্রিদে ডি পল

প্রয়াত সতীর্থকে ইউরোর শিরোপা উৎসর্গ করলো ইতালি

প্রয়াত সতীর্থকে ইউরোর শিরোপা উৎসর্গ করলো ইতালি

ম্যারাডোনাকে কোপার শিরোপা উৎসর্গ

ম্যারাডোনাকে কোপার শিরোপা উৎসর্গ