ইউরো চ্যাম্পিয়নশিপের পর এবার কোপা আমেরিকার সেরা একাদশও প্রকাশ করলো আয়োজকরা। ইউরোর মতো চমক রেখেই টুর্নামেন্ট মাতানো সেরা এগারো খেলোয়াড়ের নাম প্রকাশ করে তারা। মঙ্গলবার (১৩ জুলাই) অফিশিয়াল টুইটারে এ একাদশ প্রকাশ করা হয়। একাদশ ঘোষণা করা হলেও অধিনায়কের নাম প্রকাশ করেনি তারা।
ঘোষিত একাদশে আধিপত্য চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। দলটির চার খেলোয়াড় জায়গা করে নিয়েছে সেরা একাদশে। তাছাড়া শিরোপা হাতছাড়া করা ব্রাজিল থেকে সুযোগ মিলেছে তিনজনের। একজন করে খেলোয়াড় স্থান পেয়েছে চিলি, ইকুয়েডর, কলম্বিয়া ও পেরু থেকে।
¡El 11 ideal, en detalle!
— Copa América (@CopaAmerica) July 13, 2021
El análisis jugador por jugador del equipo ideal de la CONMEBOL #CopaAmérica 2021 elegido por el GET de CONMEBOL.
https://t.co/E6BhQpqUqB#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/EX0VWGbkQl
সেরা একাদশের গোলবারের দায়িত্ব দেয়া হয়েছে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের উপর। একাদশে সুযোগ পেয়েছেন ইকুয়েডরের লেফট ব্যাক পেরভিস এস্তুপিনান, পেরুর মিডফিল্ডার ইয়োশিমার ইয়োতুন ও চিলিয়ান রাইট ব্যাক মাউরিসিও ইসলা ও।
ঘোষিত সেরা একাদশ
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)
ডিফেন্ডার: মাউরিসিও ইসলা (চিলি), ক্রিশ্চিয়ানো রোমেরো (আর্জেন্টিনা), মার্কুইনহোস (ব্রাজিল), পারভিস এস্তুপিনান (ইকুয়েডর)
মিডফিল্ডার: ইয়োশিমার ইয়োতুন (পেরু), ক্যাসেমিরো (ব্রাজিল), রদ্রিগো ডি পল (আর্জেন্টিনা)
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]