বেশ সুসময়ের মধ্য দিয়ে যাচ্ছেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। কোপা আমেরিকার জয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই যোগ দিচ্ছেন লা লিগা চ্যাম্পিয়ন অ্যাথলেটিকো মাদ্রিদের ডেরায়। সোমবার (১২ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।
ইতালিয়ান ক্লাব উদিনেস থেকে পাঁচ বছরের চুক্তিতে অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছেন ডি পল। তবে অ্যাথলেটিকো মাদ্রিদ বা উদিনেস কারও পক্ষ ট্রান্সফার ফি সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। তবে স্প্যানিশ গণমাধ্যমের খবর ৩ কোটি ৫০ লাখ ইউরোর বিনিময়ে যোগ দিয়েছেন তিনি।
Official, confirmed and done deal. Rodrigo de Paul joins Atletico Madrid on a permanent deal from Udinese for €35m as final fee. ???????? #Atleti
— Fabrizio Romano (@FabrizioRomano) July 12, 2021
De Paul has signed his contract until June 2026.
সদ্য সমাপ্ত কোপা আমেরিকায় সাত ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচে শুরু একাদশে ছিলেন ডি পল। মারাকানায় ব্রাজিলের বিপক্ষে ফাইনালের তার বাড়ানো পাস থেকেই গোল করে দলের জয় নিশ্চিত করেন অ্যাঞ্জেল ডি মারিয়া।
সর্বশেষ ২০২০-২১ মৌসুমে ইতালিয়ান সিরি এ তে উদিনেসের হয়ে ৩৬ ম্যাচে ৯ গোল এবং ১০ অ্যাসিস্ট করেছিলেন ডি পল। এর আগেও স্পেনে খেলেছিলেন ডি পল। ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত ভ্যালেন্সিয়ার হয়ে খেলেছিলেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]