নারী লিগে জয় পেল এফসি ব্রাহ্মণবাড়িয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২২ এএম, ১৪ জুলাই ২০২১
নারী লিগে জয় পেল এফসি ব্রাহ্মণবাড়িয়া

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত নারী ফুটবল লিগে জয় পেয়েছে এফসি ব্রাহ্মণবাড়িয়া। ঢাকার কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে মঙ্গলবার (১৩ জুলাই) কুমিল্লা ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নেয় তারা।

দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ইউনাটেডের বিপক্ষে মাঠে নামে এফসি ব্রাহ্মণবাড়িয়া। পয়েন্ট টেবিলে দুই দলের অবস্থান কাছাকাছি হওয়ায় ম্যচটির দিকে আলাদা নজর ছিল ফুটবল প্রেমীদের। নারী লিগের এই ম্যাচে প্রথমার্ধেই এগিয়ে যায় এফসি ব্রাহ্মণবাড়িয়া। ম্যাচের প্রথমার্ধের একদম অন্তিম মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া এগিয়ে নেন দলটির ইলা মনি।

১-০ গোলে এগিয়ে থাকা ব্রাহ্মণবাড়িয়া দ্বিতীয়ার্ধেও নিজেদের লিড ধরে রাখতে সক্ষম হয়। কুমিল্লা ইউনাইটেড বেশ কিছু সুযোগ পেলেও ফিনিশিং দুর্বলতায় সেগুলো থেকে গোল করে ম্যাচে ফিরতে পারেনি। ফলে পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে লিগের নবাগত দল এফসি ব্রাহ্মণবাড়িয়া। বৃহস্পতিবার (১৫ জুলাই) এফসি ব্রাহ্মণবাড়িয়া প্রতিপক্ষ নাসরিন স্পোর্টস একাডেমি, একই ভেন্যুতে ম্যাচটি শুরু হবে সকাল ৮টায়।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

নারী লিগে জামালপুরকে হারালো এফসি ব্রাহ্মণবাড়িয়া

নারী লিগে জামালপুরকে হারালো এফসি ব্রাহ্মণবাড়িয়া

প্রয়াত সতীর্থকে ইউরোর শিরোপা উৎসর্গ করলো ইতালি

প্রয়াত সতীর্থকে ইউরোর শিরোপা উৎসর্গ করলো ইতালি

ইউরোর সেরা একাদশে জায়গা হয়নি রোনালদোর

ইউরোর সেরা একাদশে জায়গা হয়নি রোনালদোর

ভালোবাসা এবং আবেগ, জালে বল লাগা অংশ কেটে নিলেন ডি মারিয়া

ভালোবাসা এবং আবেগ, জালে বল লাগা অংশ কেটে নিলেন ডি মারিয়া