ইতালির বিপক্ষে ইউরোর ফাইনালে টাইব্রেকারে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মার্কাস রাশফোর্ড, জ্যাডোন সাঞ্চো আর বুকায়ো সাকা। তাদের তিনজনের সুযোগ হাতছাড়াতে ফাইনালও হাতছাড়া হয়ে যায় ইংল্যান্ডের। এরপরই তারা শিকার হতে থাকেন বর্ণবাদী ট্রলের। ইতিমধ্যেই এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে ইংল্যান্ড ফুটবল ফেডারেশন ও লন্ডন পুলিশ। নিজেদের এই ব্যাপার নিয়ে এই প্রথম মুখ খুললেন মার্কাস রাশফোর্ড। তিনি সাফ জানিয়ে দেন, তার গায়ের রঙের জন্য তিনি কখনো ক্ষমা চাইবেন না।
পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়া কিংবা পারফরম্যান্সের জন্য সমালোচনা হলে তিনি তা মেনে নিতে রাজি। কিন্তু তার গায়ের রঙ নিয়ে কেউ সমালোচনা করলে সেটি মেনে নিতে রাজি নন রাশফোর্ড। নিজের ব্যক্তিগত পরিচয় নিয়েও তিনি যথেষ্ট খুশি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে রাশফোর্ড লিখেন, 'আমার পেনাল্টিটা ভালো হয়নি। গোল করা উচিত ছিলো। তবে আমার গায়ের রঙ বা আমি যেখান থেকে এসেছি তার জন্য কখনোই ক্ষমা চাইব না। আমি উইদিংটনের মানুষ। আমার এই পরিচয় কেউ কেড়ে নিতে পারবে না।'
পেনাল্টি থেকে গোল করতে না পারার ব্যর্থতাকে মেনে নিয়ে তিনি আরও লিখেন, 'আমি কেমন অবস্থায় আছি তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমি খুব বাজে একটি মৌসুম কাটিয়েছি, যা আশা করি সবাই জানে। ফাইনালে আমার কিছুটা আত্মবিশ্বাসের ঘাটতি ছিল। পেনাল্টির সময় আমি যেমনটা চেয়েছিলাম সেটি করতে পারেনি।'
— Marcus Rashford MBE (@MarcusRashford) July 12, 2021
নিজের হতাশা ব্যক্ত করে রাশফোর্ড আরও যোগ করেন, 'আমি ঘুমিয়েও পেনাল্টি থেকে গোল করতে পারব। কিন্তু এটি পারলাম না কেন? এটিই এখন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। ফাইনাল, ৫৫ বছর, ১টি পেনাল্টি এবং ইতিহাস! আমি শুধু এটুকুই বলতে পারি, আমি দুঃখিত।'
উল্লেখ্য যে, টাইব্রেকারে রাশফোর্ড এর শট গোলপোস্টে লাগে, আর সাঞ্চোর শট ফিরিয়ে দেন ইতালির গোলরক্ষক। সাঞ্চোর মতো সাকার শটও ফিরিয়ে দেন ইতালির গোলরক্ষক দোনাররুমা। আর তাতেই ৩-২ গোলে হেরে যায় ইংল্যান্ড।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]