ইউরোর ফাইনালে শ্বাসরুদ্ধকর একটি ম্যাচ উপহার দেয় ইংল্যান্ড এবং ইতালি। টাইব্রেকারে গড়ানো ম্যাচে ইংলিশদের হারিয়ে ৫৩ বছর পর ইউরোপ সেরার শিরোপা নিজেদের করে নিলো ইতালি। ইউরোতে গোল্ডেন বল জেতা ক্রিশ্চিয়ানো রোনালদো স্থান পাননি ইউরোর সেরা একাদশে। তাকে ছাড়াই সেরা একাদশ প্রকাশ করা হয়েছে।
কোয়ার্টার ফাইনালে পর্তুগাল বাদ পড়ার আগে রোনালদো পাঁচ গোল করেন। তার দল হয়তো আরও বেশি ম্যাচ খেলতে পারলে রোনালদোও বেশি গোল করার সুযোগ পেতো। এদিকে, প্রকাশিত সেরা একাদশে রোনালদোর জায়গায় সুযোগ পেয়েছে ইংল্যান্ডের রহিম স্টারলিং।
প্রকাশিত সেরা একাদশে আধিপত্য ইতালির খেলোয়াড়দের। এগারো খেলোয়াড়ের ছয়জন ই ইতালির। ফাইনালে উঠা ইংল্যান্ড থেকে একাদশে স্থান করে নিতে পেরেছেন কেবল দুই ফুটবলার। এছাড়া ডেনমার্কের দুই ও স্পেনের একজনও স্থান পেয়েছেন সেরা একাদশে।
প্রকাশিত সেরা একাদশ: জানলুজি ডোনারুমা (ইতালি), ওয়াকিম মায়লে (ডেনমার্ক), লিওনার্দো বোনুচ্চি (ইতালি), জর্জো কিয়েলিনি (ইতালি), লিওনার্দো স্পিনাৎসোলা (ইতালি), পিয়েরে এমিল হইবার্গ (ডেনমার্ক), জর্জিনিয়ো (ইতালি), পেদ্রি (স্পেন), ফেদেরিকো কিয়েসা (ইতালি), হ্যারি কেইন (ইংল্যান্ড), রাহিম স্টার্লিং (ইংল্যান্ড)
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]