ডি মারিয়ার গোলে দীর্ঘ ২৮ বছরের শিরোপা খরা কেটেছে আর্জেন্টিনার। রিও ডি জেনেরিওতে ফাইনালে ডি মারিয়ার একমাত্র গোলে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ফাইনালের পর এক মজার কাণ্ড ঘটিয়েছেন ম্যাচের একমাত্র গোলদাতা ডি মারিয়া। ম্যাচ শেষে ব্রাজিলের গোলপোস্টের জাল কেটে নিয়ে এসেছেন।
ফাইনালের আগে কোপা আমেরিকার কোনো ম্যাচেই আর্জেন্টিনার শুরুর একাদশে ছিলেন না আঞ্জেল ডি মারিয়া। তবে ফাইনালে শুরু থেকেই মাঠে ছিলেন। এমনকি ম্যাচের ২২তম মিনিটে তার গোলেই এগিয়ে যায় আলবিসেলেস্তারা। শেষ পর্যন্ত ওই গোলই হয়েছে আর্জেন্টিনার শিরোপা খরা ঘোচানোর উপলক্ষ্য।
রদ্রিগো ডি পলের পাস থেকে বল পেয়ে ডি মারিয়া গোল করেন। ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসনকে ফাঁকি দিয়ে বল জালে ঢুকিয়েছিলেন তিনি। গোলপোস্টের যে অংশে বল লেগেছিল জালের সেই অংশটুকু কেটে নিয়েছেন ডি মারিয়া। হয়তো ভবিষ্যত প্রজন্মকে দেখাবেন জালের এই অংশে বল লাগিয়েই আর্জেন্টিনার দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছেন।
কোপা আমেরিকার কোনো ম্যাচেই শুরুর একাদশে না ডি মারিয়াকে এদিন শুরুর একাদশে রাখেন কোচ লিওনেল স্ক্যালোনি। আলবিসেলেস্তাদের বড় তারকা লিওনেল মেসিকে এদিন ব্রাজিলিয়ানরা নিষ্প্রভ করে রাখলেও ডি মারিয়াকে আটকাতে পারেনি। সুযোগটা বেশ ভালোভাবেই নিয়েছেন পিএসজির এই তারকা ফুটবলার।
EL GOLEADOR DE LA FINAL ????????
— Copa América (@CopaAmerica) July 11, 2021
La red también se lleva a casa #VibraElContinente #CopaAmérica pic.twitter.com/ZGNMdMl7rS
ফাইনালে তার গোলেই ঘুচেছে আর্জেন্টিনার দীর্ঘ ওই অপেক্ষা। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটনার ওই গোলের সুবাদে ম্যাচ সেরাও নির্বাচিত হয়েছেন ডি মারিয়া। তাই তো স্বপ্নের ওই অংশটুকু নিজের কাছেই রেখে দিয়েছেন। সারা জীবনের স্মৃতি হিসেবে থাকবে জালের ওই অংশ!
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]