ইতিহাসের পাতায় ইতালির ডোনারুমা

পার্থ প্রতীম রায় পার্থ প্রতীম রায় প্রকাশিত: ০২:৩২ এএম, ১৩ জুলাই ২০২১
ইতিহাসের পাতায় ইতালির ডোনারুমা

উয়েফা ইউরো কিংবা বিশ্বকাপ! যে কোনো টুর্নামেন্টের গোল্ডেন বল কে জিতবেন তা নিয়ে থাকে এক অন্য ধরনের আলোচনা। এ আলোচনায় কখনও কোনো থাকেন না কোনো গোলরক্ষক। তারা নীরবে নিজেদের সামর্থ্যের সবটুকু দিয়ে গেলেও সব আলো কেড়ে নেন আক্রমণের ভাগের ফুটবলাররা। ব্যতিক্রমী হয়ে মাঝে মধ্যেই এ রেকর্ডে ভাগ বসান গোলরক্ষকরা।

ইউরো কাপের গোল্ডেন বল পুরষ্কার দেওয়ার রীতি ১৯৯৬ ইউরো আসরে শুরু হয়েছিল। এরপর একে একে ছয়টি আসর কেটে গিয়েছে তবে কোনোবারই কোনো গোলরক্ষকের হাতে উঠেনি গোল্ডেন বল। তবে এ ধারা ভেঙেছে ২০২০ ইউরোতে, গোল্ডেন বল জিতেছেন ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুমা।

টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিক পারফর্ম করে টুর্নামেন্টের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ডোনারুমা। মেগা ফাইনালের ট্রাইব্রেকারে ইংল্যান্ডকে আটকে দিয়েছেন এ ডোনারুমাই। দুইটি পেনাল্টি সেভ করে ইতালির দ্বিতীয় ইউরোপিয়ান ট্রফি জয়ের নায়ক তিনি।

sportsmail24

এ তো গেলো ফাইনাল, সেমিফাইনালেও আজ্জুরিদের জয়ের নায়কও ডোনারুমা। সেমিফাইনালের স্পেনের বিপক্ষে ম্যাচটি নির্ধারিত এবং অতিরিক্ত সময় মিলে ১-১ সমতায় শেষ হয়। এতেই ম্যাচের ভাগ্য গড়ায় ট্রাইব্রেকারে। স্প্যানিশদের নেওয়া পেনাল্টি শটের মধ্যে দুটি ঠেকিয়ে দিয়ে জয়ের নায়ক জিয়ানলুইজি ডোনারুমা।

গ্রুপ পর্বে তো নিজেদের জালে ঢুকতে দেননি কোনো বল। তুরস্ক, সুইজারল্যান্ড এবং ওয়েলস কেউই ডোনারুমাকে বোকা বানাতে পারেননি। পুরো টুর্নামেন্ট জুড়ে চারটি গোল হজম করেছেন তিনি।

সেরা ফুটবলারের তকম জুটলেও সেরা গোলরক্ষক হতে পারেননি ডোনারুমা। এখানে তিনি হেরে গেছেন ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের কাছে। পিকফোর্ড পুরো টুর্নামেন্টে ছিলেন অসাধারণ। পুরো টুর্নামেন্টে ৭ ম্যাচ খেলে ৫ ম্যাচ দলের ক্লিনশিট রেখেছিলেন তিনি। বাকি দুই ম্যাচে হজম করেছিলেন মাত্র ২ গোল। অপরদিকে ডোনারুমার ক্লিনশিট রাখতে পেরেছিলেন মাত্র তিন ম্যাচে।

ফাইনালে ট্রাইব্রেকার ভাগ্য ইংলিশদের পক্ষে না হলেও পিকফোর্ড ছিলেন দুর্দান্ত। পুরো টুর্নামেন্ট জুড়ে দুই গোল হজম করলেও দলকে করতে পারেননি চ্যাম্পিয়ন। ফাইনালে একটি ট্রাইব্রেকার ঠেকিয়েও দিয়েছিলেন। তবে ডোনারুমা দুইটি শট ঠেকিয়ে দেওয়ায় শিরোপা উঠেছে ইতালির হাতে। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফর্মেন্সের কারণে গোল্ডেন গ্লাভসের মালিক হয়েছেন জর্ডান পিকফোর্ড।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ফাইনালে হেরে ‘বর্ণবাদের শিকার’ তিন ইংলিশ ফুটবলার

ফাইনালে হেরে ‘বর্ণবাদের শিকার’ তিন ইংলিশ ফুটবলার

ক্যানাভারোর সেই ছবি ভূমিকা রাখে ইতালির শিরোপা জয়ে

ক্যানাভারোর সেই ছবি ভূমিকা রাখে ইতালির শিরোপা জয়ে

ইউরোতে দল বাড়ানোর পরিকল্পনা উয়েফার

ইউরোতে দল বাড়ানোর পরিকল্পনা উয়েফার

ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে ইউরো চ্যাম্পিয়ন ইতালি

ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে ইউরো চ্যাম্পিয়ন ইতালি