ফাইনালে হেরে ‘বর্ণবাদের শিকার’ তিন ইংলিশ ফুটবলার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১২ এএম, ১৩ জুলাই ২০২১
ফাইনালে হেরে ‘বর্ণবাদের শিকার’ তিন ইংলিশ ফুটবলার

ইতালির বিপক্ষে ইউরোর ফাইনালে টাইব্রেকারে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মার্কাস রাশফোর্ড, জ্যাডোন সাঞ্চো আর বুকায়ো সাকা। তাদের তিনজনের সুযোগ হাতছাড়াতে ফাইনালও হাতছাড়া হয়ে যায় ইংল্যান্ডের। প্রথমবারের মতো ফাইনালে উঠলেও শিরোপা নিজেদের করে নিতে পারেনি তারা। এদিকে, পেনাল্টিতে ব্যর্থ হওয়া তিন ফুটবলারকে নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে বর্ণবাদী ট্রল, যা নজরে এসেছে ইংল্যান্ড ফুটবল ফেডারেশনেরও।

আরও পড়ুন: বর্ণবাদী ইস্যুতে মুখ খুললেন রাশফোর্ড

পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়া তিন ফুটবলারের কেউই শ্বেতাঙ্গ নন। আর এ কারণেই মূলত তাদের নিয়ে ট্রল করা হচ্ছে। তবে এ ব্যাপারটিকে খুব গুরুত্ব সহকারে দেখছে ইংল্যান্ড ফুটবল ফেডারেশন ও লন্ডনের পুলিশ।

আরও পড়ুন: কোপা আমেরিকা : টুর্নামেন্ট সেরা পাঁচ খেলোয়াড় যারা

টাইব্রেকারে রাশফোর্ড এর শট গোলপোস্টে লাগে, আর সাঞ্চোর শট ফিরিয়ে দেন ইতালির গোলরক্ষক। সাঞ্চোর মতো সাকার শটও ফিরিয়ে দেন ইতালির গোলরক্ষক দোনাররুমা। আর তাতেই ৩-২ গোলে হেরে যায় ইংল্যান্ড।

সানাজিক যোগাযোগ মাধ্যমে তাদের গায়ের রঙ নিয়ে ট্রল শুরু হয়। তবে, ইংল্যান্ড ফুটবল ফেডারেশন জানিয়েছে, তারা খেলোয়াড়দের পাশে রয়েছে। এক বিবৃতিতে তারা বলেন, 'এই গ্রীষ্মে আমাদের খেলোয়াড়রা ইংল্যান্ডের জন্য নিজেদের সর্বোচ্চ নিংড়ে দিয়েছে। অথচ আজ রাতের খেলা শেষে তারাই বৈষম্যমুলক আচরণের। আমরা আমাদের খেলোয়াড়দের পাশে আছি।'

আরও পড়ুন: মাঠের খেলা মাঠে, বন্ধুত্ব সবসময়

ফুটবল ফেডারেশনের ন্যায় লন্ডন পুলিশকেও পাশে পাচ্ছে ওই তিন ফুটবলার। পুলিশ ইতিমধ্যেই জানিয়েছে, এ ব্যাপারে তদন্ত শুরু করে দিয়েছে তারা। 'সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু বর্ণবাদী পোস্টের ব্যাপারে আমরা অবগত হয়েছি। এই ধরনের আচরণ একদমই অগ্রহণযোগ্য। এসব সহ্য করা হবে না। এটা তদন্ত করা হচ্ছে' জানায় লন্ডন পুলিশ।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

কোপা আমেরিকা : টুর্নামেন্ট সেরা পাঁচ খেলোয়াড় যারা

কোপা আমেরিকা : টুর্নামেন্ট সেরা পাঁচ খেলোয়াড় যারা

কোপা-ইউরো থেকে দেশের ফুটবলাররা কিছু শিখেছে : আশা বাফুফে সভাপতির

কোপা-ইউরো থেকে দেশের ফুটবলাররা কিছু শিখেছে : আশা বাফুফে সভাপতির

ক্যানাভারোর সেই ছবি ভূমিকা রাখে ইতালির শিরোপা জয়ে

ক্যানাভারোর সেই ছবি ভূমিকা রাখে ইতালির শিরোপা জয়ে

ইউরোতে দল বাড়ানোর পরিকল্পনা উয়েফার

ইউরোতে দল বাড়ানোর পরিকল্পনা উয়েফার