ইউরোর ফাইনালে ফুটবল ভক্তদের আরও একটি শ্বাসরুদ্ধকর ম্যাচ উপহার দেয় ইংল্যান্ড এবং ইতালি। নির্ধারিত সময়ে খেলা শেষ না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে নানা নাটকীয়তায় প্রথমবারের মতো ফাইনালে পা রাখা ইংলিশদের হারিয়ে ৫৩ বছর পর ইউরোর শিরোপা নিজেদের করে নেয় ইতালি। ফাইনাল শেষে ইতালির অধিনায়ক জর্জো কিয়েল্লিনি জানান, পুরো আসর জুড়ে ক্যানাভারোর সেই ছবি তাদের অনুপ্রাণিত করেছে।
ম্যাচ শেষে আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে কিয়েল্লিনি জানান, প্রথমার্ধে পিছিয়ে থাকলেও বিরতির সময় নিজেদের মধ্যে আলোচনা করেন যা ম্যাচ জয়ে ভূমিকা রেখেছে। তাছাড়া মাথা ঠান্ডা রেখে খেলার কথাও জানান তিনি।
কিয়েল্লিনি বলেন, 'ম্যাচটা সহজ ছিল না। শুরুতেই আমরা পিছিয়ে পড়ি। ঘরের মাঠে ইংল্যান্ড দলের সমর্থকরা ইংল্যান্ডকে বেশ অনুপ্রাণিত করেছে। তবে আমরা মাথা ঠান্ডা রাখার চেষ্টা করি।'
ক্যানাভারোর হাতে ২০০৬ বিশ্বকাপের ট্রফি। এই ছবিই অনুপ্রাণিত করে এবারের ইতালি দলকে
তিনি আরও বলেন, 'প্রথমার্ধের বিরতিতে আমরা সুযোগ গুলোকে কাজে লাগানো নিয়েই কথা বলি। ম্যাচের অবস্থান আমাদের দিকে নিয়ে আসাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল।'
ইতালির সাবেক খেলোয়াড় ক্যানাভারো ২০০৬ সালে ইতালির হয়ে বিশ্বকাপ জয় লাভ করেন। বিশ্বকাপ উঁচিয়ে ধরার সেই ছবি ইতালি দলকে পুরো টুর্নামেন্ট জুড়েই অনুপ্রাণিত করেছে বলে মনে করেন কিয়েল্লিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, 'টুর্নামেন্ট শুরু থেকেই আমরা ইতিবাচক ছিলাম। নিজেদের প্রতি আত্মবিশ্বাস ছিল। শিরোপা হাতে ক্যানাভারোর সেই ছবি আমরা সকলেই দেখেছি। শিরোপা জয়ের জন্য ওই ছবি পুরো দলকে অনুপ্রাণিত করে।'
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]