করোনা মহামারীর মাঝেও দুর্দান্ত এক টুর্নামেন্ট আয়োজন করে উয়েফা। ইউরো চ্যাম্পিয়নশিপে ইতালি শিরোপা জয়ের মধ্য দিয়ে পর্দা নামে টুর্নামেন্টটির। দর্শকদের উপস্থিতিতে ইউরোর প্রতিটি ম্যাচই ছিল রোমাঞ্চকর। দীর্ঘদিন পর মাঠে দর্শক ফেরায় খুশি ফুটবল প্রেমীরা। এমন সফল আয়োজনের পর ভবিষ্যৎ নিয়ে চিন্তা শুরু করে দিয়েছে উয়েফা। যেখানে তাদের ইচ্ছে টুর্নামেন্ট এ আরও দল বাড়ানোর।
৫৫ সদস্য দেশ নিয়ে গঠিত উয়েফা ২০২৮ সালের ইউরো ৩২ দলের অংশ গ্রহণে করা যায় কিনা তা নিয়ে ভাবছে। অর্থাৎ বর্তমানে চেয়ে আরও ৮টি দলের অংশগ্রহণ তখন বাড়বে। বর্তমানে ২৪টি দলের অংশগ্রহণে ইউরো কাপ হয়ে থাকে। এর আগে ২০১৬ সালের পূর্বে ১৬ দল নিয়ে ইউরো আয়োজন করা হতো।
২০২৮ সালে আরও ৮টি দেশ যুক্ত হলে উয়েফারই লাভ। কারণ, এতে টুর্নামেন্ট এর প্রচার, প্রসার যেমন বাড়বে তেমনি আর্থিকভাবেও তারা লাভবান হবে। ইউরোর জনপ্রিয়তাও তখন বেড়ে যাবে অনেক।
তাছাড়া ৩২ দলের টুর্নামেন্ট হলে উয়েফার সদস্যভুক্ত দেশগুলোর মাঝেও আরও ভালো করার প্রত্যয় বাড়বে এবং মূল পর্বে জায়গা করে নেয়ার প্রতিযোগিতা বাড়বে।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]