কোপা আমেরিকার ফাইনালে প্রথমার্ধ শেষে ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে রয়েছে আর্জেটিনা। ম্যাচের ২২তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ডি মারিয়ার দুর্দান্ত এগিয়ে যায় আর্জেন্টিনা।
রেনান লোদির ভুলে ডি মারিয়া এডারসনকে ফাঁকি দিয়ে ব্রাজিলের জালে বল জড়ান। ব্রাজিল ডিফেন্সের ওপর দিয়ে ডি পলের শট প্রথম সুযোগেই নিজের আয়ত্বে নেন ডি মারিয়া। সেখানে লোদি থাকলেও তিনি রক্ষা করতে পারেননি।
প্রথমার্ধে গোল ব্যবধানে এগিয়ে থাকলেও বল দখল এবং শটে এগিয়ে ছিল ব্রাজিল। ৫৪ শতাংশ সময় বল দখলে রেখে ব্রাজিলের নেওয়া ৬টি শটের মধ্যে একটি টার্গেটের ছিল। তবে গোল আদায় করতে পারেনি তারা। এছাড়া প্রথমার্ধে ব্রাজিল একটি কর্নার পেয়েছিল।
অন্যদিকে, প্রথমার্ধে ৪৬ শতাংশ সময় বল দখলে রাখা আর্জেন্টিনার ৩টি শটের মাঝে একটি টার্গেটের ছিল। সেই একটি থেকেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় দলটি।
প্রথমার্ধে ফাউলের সংখ্যা এগিয়ে ছিল ব্রাজিল। তাদের ১১টি ফাউলের বিপরীতে আর্জেন্টিনার ছিল ১০টি। তবে উভয় দলেরই একটি করে হলুদ কার্ড রয়েছে।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]