২০২২ সালের জুনে উজবেকিস্তানের মাঠে গড়াবে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ। তার আগে হয়ে গেল বাছাইপর্বের ড্র। শুক্রবার (৯ জুলাই) অনুষ্ঠিত ড্র-তে ‘ডি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী তিন দল; সৌদি আরব, কুয়েত এবং স্বাগতিক উজবেকিস্তান।
শুক্রবার উজবেকিস্তানের তাশকেন্তে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ উজবেকিস্তান-২০২২ এর বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়। এশিয়ান ফুটবল ইতিহাসে এবারই প্রথম, মধ্য এশিয়ায় এ প্রতিযোগিতা আয়োজন হতে যাচ্ছে।
চলতি বছরের ২৭ অক্টোবর থেকে ৩১ অক্টোবরে শেষ হবে বাছাইপর্বের খেলা। এর মধ্যে ‘ডি’ গ্রুপে থাকা বাংলাদেশের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৭, ২৯ এবং ৩১ অক্টোবর। বাংলাদেশের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কুয়েতে।
এবারের বাছাইপর্বের মোট ৪২টি দলকে দুই জোনে ভাগ করা হয়েছে। ওয়েস্ট জোনে জায়গা পেয়েছে বাংলাদেশসহ ২৩টি দেশ। একই জোনে মোট ৬টি গ্রুপ, প্রতিটা গ্রুপে ৪টি করে দেশ থাকলেও একটি গ্রুপে তিনটি দল।
অন্যদিকে, ইস্ট জোনে থাকছে ১৯টি দেশ। সেখানেও ৫টি গ্রুপের মধ্যে চারটি গ্রুপে চারটি করে দেশ এবং একটি গ্রুপে তিনটি দেশ রয়েছে। বাংলাদেশের গ্রুপে থাকা উজবেকিস্তান স্বাগতিক হওয়ায় তাদের কোন পয়েন্ট প্রয়োজন পড়বে না।
দুই জোনের ১১টি গ্রুপের চ্যাম্পিয়ন দল এবং দ্বিতীয় স্থানে থাকা শীর্ষ চার দল জায়গা উজবেকিস্তানে অনুষ্ঠিত এএফসি অ-২৩ এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিবে।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]