ব্রাজিলের পাশাপাশি রেফারির বিরুদ্ধেও জিততে হবে : লুইস চিলাভার্ট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৩ এএম, ১০ জুলাই ২০২১
ব্রাজিলের পাশাপাশি রেফারির বিরুদ্ধেও জিততে হবে : লুইস চিলাভার্ট

কোপা আমেরিকার রেফারিং নিয়ে সবসময়ই থাকে একের পর এক অভিযোগ। এবার কোপার ফাইনালের আগে রেফারি নিয়ে আর্জেন্টিনাকে সতর্ক করলেন প্যারাগুয়ের কিংবদন্তি গোলরক্ষক লুইস চিলাভার্ট। দক্ষিণ আমেরিকা ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবলকে রেফারিং নিয়ে সমালোচনায় বিদ্ধ করেছেন তিনি।

রোববার (১১ জুলাই) চলতি কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ব্রাজিল এবং আর্জেন্টিনা। দীর্ঘ ১৪ বছর কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই দল। এ ম্যাচের আগে কোপা আমেরিকার রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছেন প্যারাগুয়ের কিংবদন্তি গোলরক্ষক লুইস চিলাভার্ট। তিনি জানান ফাইনালে আর্জেন্টিনাকে ব্রাজিলের পাশাপাশি ভিএআর এবং রেফারিদের বিপক্ষেও জিততে হবে।

ঐতিহাসিক মারকানায় অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার শিরোপা নির্ধারনী ম্যাচ। এ ম্যাচে মাধ্যমে ২৮ বছরের শিরোপা খরা ঘোচাতে চায় আর্জেন্টিনা। অপরদিকে নিজেদের ঘরের মাঠে শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ব্রাজিল। তবে সারা বিশ্বের চিন্তা কারণ হয়ে দাঁড়িয়েছে রেফারিংয়ের মান।

এবারের কোপা আমেরিকার আসরে ইতিমধ্যে চিলির ফরওয়ার্ড আর্তুরো ভিদাল রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। এ কারণেই রেফারিং নিয়ে বেশ দুশ্চিন্তায় সমর্থকরা।

চিলাভার্ট বলেন, ‘মেসি এবং তার সতীর্থদের ব্রাজিল, ভিএআর এবং রেফারিকে হারানোর প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হবে। দুর্নীতি ভয়ঙ্কর অবস্থায় রয়েছে। তিনি (রেফারি এস্তেবান) প্যারাগুয়ের ম্যাচে যা করেছেন তা বেশ ভয়ঙ্কর।’

চিলাভার্ট আরও বলেন, ‘কোনো সিদ্ধান্ত নিয়ে যদি সন্দেহ হয়, সে রায়টা ব্রাজিলের পক্ষেই যাবে। তাই মেসি এবং তার সতীর্থদের সামর্থ্যের সবটুকু দিয়ে খেলতে হবে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মেসিকে আগের সমপরিমাণ বেতন দিতে ‘পারবে না’ বার্সেলোনা

মেসিকে আগের সমপরিমাণ বেতন দিতে ‘পারবে না’ বার্সেলোনা

গোলরক্ষকের চোখে লেজার লাইট, তদন্তের মুখে ইংল্যান্ড

গোলরক্ষকের চোখে লেজার লাইট, তদন্তের মুখে ইংল্যান্ড

ক্ষোভে কনমেবলকে ধন্যবাদ জানালো নেইমার

ক্ষোভে কনমেবলকে ধন্যবাদ জানালো নেইমার

ক্রিকেটে ফ্রান্সকে উড়িয়ে দিল জার্মানি

ক্রিকেটে ফ্রান্সকে উড়িয়ে দিল জার্মানি