গোলরক্ষকের চোখে লেজার লাইট, তদন্তের মুখে ইংল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৩ এএম, ১০ জুলাই ২০২১
গোলরক্ষকের চোখে লেজার লাইট, তদন্তের মুখে ইংল্যান্ড

দীর্ঘ ৫৫ বছর পর মেজর কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ইংল্যান্ড। তবে এ সুখস্মৃতির থেকে বেশি গুরুত্ব পাচ্ছে ইংলিশ সমর্থকদের তৈরি করা বিতর্ক। সেমিফাইনলে লেজার বিতর্কের জেরে ইংলিশদের সামনে ঝুলতে পারে শাস্তির খড়্গ।

ঘটনার সূত্রপাত হয়েছে ওয়েম্বলিতে ডেনমার্কের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে। ম্যাচের অতিরিক্ত সময়ে পেনাল্টি বক্সে রহিম স্টার্লিংকে ফাউল করে বসেন জোয়াকিম মেইলা। আর এতেই পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

বিতর্কিত এ পেনাল্টি নিতে আসেন ইংলিশ কাপ্তান হ্যারি কেন। এ সময়েই ড্যানিশ গোলরক্ষক ক্যাসপার স্মাইকেলের মুখে লেজার লাইট ফেলে ইংলিশ সমর্থকরা। এরফলে বলের দিকে সঠিকভাবে নজর দিতে পারেননি। যদিও পেনাল্টি ঠেকিয়ে দিয়েছিলেন স্মাইকেল। তবে ফিরতি বল জালে জড়িয়ে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন হ্যারি কেন।

ওই মুহূর্তে এ ঘটনা বোঝা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি এবং ভিডিও ভাইরাল হলে তা উয়েফার নজর কাড়ে। এরপরই ঘটনার গুরুত্ব বুঝে তদন্তের সিদ্ধান্ত নেয় উয়েফা। এক বিবৃতিতে উয়েফা জানায়, ‘উয়েফার ডিসিপ্লিনারি কমিটি বিষয়টি নিয়ে তদন্ত করবে।’

পুরো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জুড়ে ইংল্যান্ড দল মাঠের পারফর্মেন্স এবং বিভিন্ন বিষয়ের প্রতিবাদ করে সুনাম কুড়ালেও সর্মথকদের জন্য বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে। এর আগে প্রতিপক্ষ দলের জাতীয় সংগীতের সময় বিবৃতকর আওয়াজ করে বিতর্কের সৃষ্টি করেছিল। সব মিলিয়ে শাস্তির মুখোমুখি হতে পারে ইংল্যান্ড।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্ষোভে কনমেবলকে ধন্যবাদ জানালো নেইমার

ক্ষোভে কনমেবলকে ধন্যবাদ জানালো নেইমার

কোপার ফাইনালে জোড়া রেকর্ডের সামনে মেসি

কোপার ফাইনালে জোড়া রেকর্ডের সামনে মেসি

নেইমারের প্যারিসে পাড়ি জমালেন রামোস

নেইমারের প্যারিসে পাড়ি জমালেন রামোস

ব্রাজিলকে পিছনে ফেলে বিশ্ব রেকর্ডের হাতছানি ইতালির

ব্রাজিলকে পিছনে ফেলে বিশ্ব রেকর্ডের হাতছানি ইতালির