ব্রাজিলকে পিছনে ফেলে বিশ্ব রেকর্ডের হাতছানি ইতালির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৩ এএম, ০৯ জুলাই ২০২১
ব্রাজিলকে পিছনে ফেলে বিশ্ব রেকর্ডের হাতছানি ইতালির

কোপা আমেরিকার ফাইনালে পা রাখা ইতালি হয়তো নিজেদের ফুটবল ইতিহাসের সবচেয়ে ভালো সময় পার করছে। ২০১৮ সালে সর্বশেষ পরাজয়ের স্বাদ গ্রহণ করা ইতালি ২০১৯, ২০২০ এবং ২০২১ এর এখন পর্যন্ত কোন ম্যাচ হারেনি। টানা ৩৩ ম্যাচ জয়ে নিজেদের পূর্বের রেকর্ড তো ভেঙ্গেছেই তাদের সামনে রয়েছে ব্রাজিল-স্পেনকে পেছনে ফেলে বিশ্ব রেকর্ড গড়ার সুযোগ।

ইতালিকে সর্বশেষ হারের স্বাদ দিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। ২০১৮ সালে উয়েফা ন্যাশনস লিগের গ্রুপ পর্বের ম্যাচে পর্তুগালের কাছে সর্বশেষ পরাজয় বরণ করে আজ্জুরিরা।

এর আগে ১৯৩৫ থেকে ১৯৩৯ সালে টানা ৩০ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিল ইতালি। যার মধ্যে ১৯৩৮ সালের বিশ্বকাপ জয় সহ রয়েছে ১৯৩৬ সালে অলিম্পিকের গোল্ড মেডেল জয়ও।

ইতালির সামনে রয়েছে ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি টানা অপরাজিত থাকার রেকর্ড করার সুযোগও। আর সেজন্য তাদেরকে জিততে হবে আরও ৩টি ম্যাচ। ইতালির চেয়ে দুই ম্যাচ বেশি জয় লাভ করে টানা ৩৫ ম্যাচ জিতে এ তালিকার শীর্ষে রয়েছে ব্রাজিল ও স্পেন। তাদের সাথে যৌথভাবে স্থান নিতে আজ্জুরিদের জিততে হবে আর দুই ম্যাচ, আর এককভাবে শীর্ষে যেতে প্রয়োজন মাত্র তিনটি ম্যাচ।

ইতালির এই রেকর্ড গড়ার ক্ষেত্রে বড় বাধা হতে পারে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল। দুর্দান্ত ফর্মে থাকা ইংলিশদের হারানোটা খুব সহজ হবে না ইতালির জন্য। তাছাড়া ফাইনাল ম্যাচ হওয়ায় স্নায়ুচাপেরও ব্যাপার রয়েছে। ফাইনালের সেই বাধা যদি টপকে যেতে পারে ইতালি তাহলে টানা ৩৫ জয় কিংবা তারও বেশি জয়ের রেকর্ডটা নিজেদের করে নেয়া সহজ হবে তাদের জন্য।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

কোপার ফাইনালে জোড়া রেকর্ডের সামনে মেসি

কোপার ফাইনালে জোড়া রেকর্ডের সামনে মেসি

নেইমারের প্যারিসে পাড়ি জমালেন রামোস

নেইমারের প্যারিসে পাড়ি জমালেন রামোস

ফাইনালের আগে ব্রাজিলে ধাক্কা, নিষিদ্ধ জেসুস

ফাইনালের আগে ব্রাজিলে ধাক্কা, নিষিদ্ধ জেসুস

দেশের হয়ে একটা শিরোপা জিততে চাই : মেসি

দেশের হয়ে একটা শিরোপা জিততে চাই : মেসি