ফাইনালে বড় বাধা অতিক্রম করতে হবে : সাউথগেট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৮ পিএম, ০৮ জুলাই ২০২১
ফাইনালে বড় বাধা অতিক্রম করতে হবে : সাউথগেট

৫৫ বছরের পর অপেক্ষার পর মেজর কোনো টুর্নামেন্টের ফাইনালে ইংল্যান্ড। ইউরোর সেমিফাইনালে ইংলিশ কাপ্তান হ্যারি কেনের তাকিয়ে ছিলো কোটি ইংলিশ ভক্ত। ১০২ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেও ফিরতি বল জালে জড়িয়ে থ্রি লায়ন্সেরদের ফাইনাল নিশ্চিত করেন হ্যারি কেন।

ইউরো ফাইনালের ওয়েম্বলিতে ইংল্যান্ডের প্রতিপক্ষে ইতালি। টুর্নামেন্টের সব ম্যাচ জেতা ইতালির সাথে জয় পাওয়া সহজ হবে না, তা বেশ ভালো করেই জানেন ইংলিশ ম্যানেজার সাউথেগেট। তাই দলকে আগে থেকেই সতর্ক করে রাখছেন তিনি।

ডেনমার্কের বিপক্ষে ম্যাচে ২-১ ব্যবধানে জয়ের পর সাউথগেট বলেন, ‘আমরা ফাইনালে উঠতে পেরেছি এটা অবশ্যই আনন্দের বিষয়। ফাইনালে আমাদের সামনে বড় বাধা ইতালি। ওরা দুর্দান্ত ফর্মে আছে, ওদের ডিফেন্সও বেশ শক্তিশালী। ফাইনালের আমরা এক দুর্দান্ত ম্যাচের সাক্ষী হতে যাচ্ছি।’

ডেনমার্কের বিরুদ্ধে ম্যাচের আগে ঘরের মাঠে দর্শক চাপকে অনুপ্রেরণা হিসেবে কাজে লাগাতে চেয়েছিলেন কোচ সাউথগেট। অনুপ্রেরণা কাজে লাগিয়ে জয় এনে দিতে পেরে খুশি সাউথগেট।

সাউথগেট বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা আমাদের সমর্থক এবং দেশকে স্মরণীয় রাত উপহার দিতে পেরেছি। মস্কোতে আমাদের হতাশ হতে হয়েছিল (২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে হার), তবে এবার আমরা হতাশ হতে চাই না। আরও চারদিন অপেক্ষা করতে হবে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

শুটআউট হিরো : এমিলিয়ানো মার্টিনেজ

শুটআউট হিরো : এমিলিয়ানো মার্টিনেজ

ড্যানিশ রুপকথার ইতি, ৫৫ বছরের অপেক্ষার পর ফাইনালে ইংলিশরা

ড্যানিশ রুপকথার ইতি, ৫৫ বছরের অপেক্ষার পর ফাইনালে ইংলিশরা

১৪ বছর পর কোপার ফাইনালে সুপার ক্ল্যাসিকো

১৪ বছর পর কোপার ফাইনালে সুপার ক্ল্যাসিকো

ক্যারিয়ারের কঠিন ম্যাচটি খেলেছি : বোনুচ্চি

ক্যারিয়ারের কঠিন ম্যাচটি খেলেছি : বোনুচ্চি