কোপা আমেরিকার ফাইনালে রোববার (৭ জুলাই) আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে বেশ বড়সড় ধাক্কা খেল ব্রাজিল। লাল কার্ড দেখায় নিষিদ্ধ হয়েছেন স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস।
চলতি কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে চিলির বিপক্ষে লাল কার্ড দেখেন জেসুস। এ ম্যাচে চিলিয়ান ফুটবলার ইউজেনিও মেনাকে ফ্লাইং কিক করার অপরাধে লাল কার্ড দেখেন তিনি। এ কারণেই কোপা আমেরিকা থেকে নিষিদ্ধ হয়েছেন জেসুস।
চিলির বিপক্ষে লাল কার্ড দেখার পর পরের ম্যাচে নিষিদ্ধ হয়েছিলেন গ্যাব্রিয়েল জেসুস। পরবর্তীতে বিষয়টি দক্ষিণ আমেরিকা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের কোর্টে যায়। সেখানেই জেসুসকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। এর মধ্যে পেরুর বিপক্ষে এক ম্যাচ খেলে ফেলেছে ব্রাজিল। নিষেধাজ্ঞার দ্বিতীয় ম্যাচ হবে আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যকার ফাইনাল। তাই ফাইনালে মাঠে নামতে পারবেন ম্যানচেস্টার সিটির এ তারকা।
জেসুসকে নিষেধাজ্ঞার পাশাপাশি আর্থিক জরিমানার মুখোমুখি হতে হয়েছে। এ অপরাধের কারণে ৫ হাজার ডলার জরিমানা করা হয়েছে।
চলতি কোপা আমেরিকায় লাল কার্ড দেখার আগে পাঁচ ম্যাচের শুরুর একাদশে ছিলেন গ্যাব্রিয়েল জেসুস। তবে শুরুর একাদশে থাকলেও কোনো গোল করেননি তিনি। তাই তিতের একাদশ সাজাতে খুব একটা কষ্ট করতে হবে না।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]