১৪ বছর পর কোপার ফাইনালে সুপার ক্ল্যাসিকো

পার্থ প্রতীম রায় পার্থ প্রতীম রায় প্রকাশিত: ১২:৩০ এএম, ০৮ জুলাই ২০২১
১৪ বছর পর কোপার ফাইনালে সুপার ক্ল্যাসিকো

উত্তেজনা ও রোমাঞ্চকর মেসিফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা। এবার স্বপ্নের ফাইনালে হবে দক্ষিণ আমেরিকার সুপার ক্ল্যাসিকো ব্রাজিল-আর্জেটিনার লড়াই, শিরোপার ধ্রুপদী লড়াই। দীর্ঘ ১৪ বছর পর দর্শকরা আবারও কোপার ফাইনালে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই দেখবে। সর্বশেষ ২০০৭ কোপা আমেরিকার ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা-ব্রাজিল।

কোপা আমেরিকার সর্বশেষ ২০১৯ আসরে পেরুকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। তবে এবার শেষ পর্যন্ত কার ঘরে উঠবে শিরোপা, তা না হয় সময়ই বলে দিবে। তবে রোমাঞ্চে ঠাসা ধ্রুপদী এক লড়াই দেখার অপেক্ষায় পুরো বিশ্ব।

ব্রাসিলিয়ায় সেমিফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ম্যাচের ৭ম মিনিটে মেসির পাস থেকে দলকে এগিয়ে নেন লাওরাতো মার্টিনেজ। নকআউট পর্বের ম্যাচের শুরুতেই এ রকম গোল বড় জয়ের আভাস দেয়। তবে শুরুতে পিছিয়ে পড়েও শেষ দিকে সমতায় ফিরে ম্যাটে রোমাঞ্চ ভরিয়ে তুলে কলম্বিয়া।

কলম্বিয়া সমতায় ফেরার পর আর্জেন্টিনার সহজ সুযোগ মিস। এরপরই পেনাল্টি শুটআউটে গড়ায় খেলা। সেখানে কলম্বিয়ার তিনটি পেনাল্টি আটকে আর্জেন্টিনার জাতীয় বীরে পরিণত হয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ।

পেরুর বিপক্ষে সেমিফাইনালে জিতে ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার জানিয়েছিলেন, ফাইনালে প্রতিপক্ষে হিসেবে আর্জেন্টিনাকে চান। এমিলিয়ানো মার্টিনেজের দুর্দান্ত পারফর্ম্যান্সে সেটাই হয়েছে। ১৪ বছর পর কোপা আমেরিকার ফাইনালে দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনার ধ্রুপদী লড়াই।

শেষবার ২০০৭ সালে কোপার ফাইনালের মঞ্চে ব্রাজিলকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল আর্জেন্টিনা। সে ম্যাচে অবশ্য কোনো সুখস্মৃতি নেই আর্জেন্টিনার।

রিকেয়লেম-মেসির আর্জেন্টিনা হেরেছিল ৩-০ ব্যবধানে। কোপা আমেরিকায় সর্বশেষ ২০১৯ সালে দুই দল মুখোমুখি হয়েছিল। সেবার ব্রাজিলের কাছেই হেরেই সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা।

সম্প্রতি কোপা আমেরিকায় সুপার ক্ল্যাসিকোতেও আর্জেন্টিনার কোনো সুখস্মৃতি নেই। আর্জেন্টিনার সর্বশেষ জয় ১৯৯১ সালে, সেবার ডিয়েগো ম্যারাডোনার জাদুতে ৩-২ গোলে জয় পেয়েছিল।

১৯৯১ আসরের পর দক্ষিণ আমেরিকার মঞ্চে ছয়বার হয়েছিল সুপার ক্ল্যাসিকো। একটিতেও জয় তুলে নিতে পারেনি আর্জেন্টিনা। এবার সেই শিরোপা খরা ঘোচাতে হলে করতে হবে রেকর্ড, ৩০ বছর জয়হীন থাকার রেকর্ড ভেঙেই জিততে হবে কোপা আমেরিকা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

কলম্বিয়াকে হারিয়ে কোপার ফাইনালে আর্জেন্টিনা

কলম্বিয়াকে হারিয়ে কোপার ফাইনালে আর্জেন্টিনা

অলিম্পিকের জন্য সালাহকে ছাড়বে না লিভারপুল

অলিম্পিকের জন্য সালাহকে ছাড়বে না লিভারপুল

ফাইনালে ওঠে ড্রেসিংরুমে নেইমারদের পার্টি (ভিডিও)

ফাইনালে ওঠে ড্রেসিংরুমে নেইমারদের পার্টি (ভিডিও)

ফাইনালে আর্জেন্টিনাকে চান নেইমার

ফাইনালে আর্জেন্টিনাকে চান নেইমার