কলম্বিয়াকে হারিয়ে স্বপ্নের শিরোপার আরও কাছাকাছি আর্জেন্টিনা। কোপা আমেরিকার ফাইনালে তাদের প্রতিপক্ষ ব্রাজিল। ব্রাজিল-আর্জেন্টিনার এই ফাইনালকে নিয়ে উচ্ছ্বসিত ফুটবল ভক্তরা। লিওনেল মেসি কি পারবে আর্জেন্টিনাকে শিরোপা জেতাতে? সময়ই সেই প্রশ্নের উত্তর দিবে, তবে মেসি খুব করে চাইছেন দেশের হয়ে একটি শিরোপা অর্জন করতে।
কলম্বিয়া হারিয়ে ফাইনালে উঠতে পারায় দারুণ খুশি আর্জেন্টিনার তারকা খেলোয়াড় লিওনেল মেসি।তিনি বলেন, 'এই দলের অংশ হতে পেরে আনন্দিত এবং গর্বিত। আরো একটি লক্ষ্য অর্জন, এমন মুহূর্ত উপহার দেয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ।'
সেমিফাইনালেও দারুণ খেলেছেন মেসি। গোল করতে না পারলেও অ্যাসিস্ট করেছেন তিনি। তাছাড়া পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করতে ভুল করেননি তিনি। মাঠে দলের সবাইকে যেমন অনুপ্রাণিত করেছেন মেসি, তেমনি প্রতিপক্ষের জন্যও তিনি ছিলেন এক আতংক।
দল ফাইনালে উঠায় দারুণ খুশি মেসি জানান, পরিবার থেকে দূরে থাকলেও তিনি দলের সাথে সময়টুকু খুব উপভোগ করেছেন। দেশের হয়ে একটি শিরোপা জয়ই তার মূল লক্ষ্য বলেও জানান তিনি।
মেসি বলেন, 'ব্যক্তিগতভাবে আরও একটি ফাইনাল খেলার সুযোগ পেয়ে আমরা দারুণ রোমাঞ্চিত। দেশের হয়ে একটি শিরোপা জিততে চাই। কাপ জিততে পারি কিংবা না পারি এখানে দলের সাথে ৪৫টি দিনই খুব উপভোগ করেছি।'
কোপা আমেরিকার ফাইনালে উঠার পেছনে নিজের দলের খেলোয়াড়দের ত্যাগের কথা উল্লেখ করে মেসি বলেন, 'এখানে এমন অনেকেই রয়েছে যারা তাদের ছেলের জন্মদিনটাও পালন করতে পারেনি। সব ত্যাগ করেই আমরা ফাইনালে উঠতে পেরেছি।'
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]