অলিম্পিকের জন্য সালাহকে ছাড়বে না লিভারপুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৯ এএম, ০৭ জুলাই ২০২১
অলিম্পিকের জন্য সালাহকে ছাড়বে না লিভারপুল

মেসি, নেইমারের পর চলতি বছরে অনুষ্ঠিতব্য টোকিও অলিম্পিকে থাকছেন না মোহাম্মদ সালাহ। অলিম্পিক স্কোয়াডে সালাহকে অন্তর্ভুক্ত করতে চেয়েছিল মিশর। তবে লিভারপুলের অনুমতি না পাওয়ায় অলিম্পিকে মিশরকে প্রতিনিধিত্ব করতে পারবেন না তিনি।

মিশর ফুটবল ফেডারেশনের চেয়ারম্যান জানিয়েছেন মিশরের হয়ে অলিম্পিকে খেলতে আগ্রহী ছিলেন সালাহ। তবে ক্লাব লিভারপুলের অনুমতি না পাওয়ায় সালাহকে মিশরের হয়ে অলিম্পিকে দেখা যাবে না।

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার নিয়মানুযায়ী কোনো ফুটবলার জাতীয় দলের হয়ে খেলতে চাইলে ক্লাব তাকে ছাড়তে বাধ্য। তবে অলিম্পিকের ম্যাচগুলো ফিফার স্কীকৃতি প্রাপ্ত না হওয়ায় ক্লাবগুলো ফুটবলারদের খেলার অনুমতি দিতে বাধ্য নয়।

চলতি বছরে টোকিও অলিম্পিক অনুষ্ঠিত হবে ২২ জুলাই থেকে ৭ আগস্ট। অলিম্পিক শেষ হওয়ার এক সপ্তাহ পরেই শুরু হবে ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২১-২২ মৌসুম। লিভারপুলের আক্রমণভাগের অন্যতম ভরসা নাম মোহাম্মদ সালাহ। ​এ কারণেই লিভারপুল সালাহকে মিশরের অলিম্পিক দলে খেলার অনুমতি দেয়নি।

মিশর ফুটবল ফেডারেশনের চেয়ারম্যান আহমেদ মেগাদ বিবিসিকে বলেন, ‘আমরা লিভারপুলের সাথে দীর্ঘদিন কথা বলেছি। কারণ সালাহ অলিম্পিকে খেলতে আগ্রহী ছিল। কিন্তু লিভারপুলের অনুমতির বিষয়ে নিশ্চিত ছিল না।’

তিনি আরও বলেন, ‘জুলাইয়ে ওদের নতুন মৌসুম শুরু হবে, এ সময় অনুমতি পাওয়া কঠিন। যাই হোক, আমরা ওদের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন করি। আমরা সালাহকে অলিম্পিক দলে অন্তর্ভূক্ত করার চেষ্টা করেছিলাম, তবে লিভারপুল পুরোপুরি আমারদের সিদ্ধান্তকে প্রত্যাখান করেছে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ফাইনালে আর্জেন্টিনাকে চান নেইমার

ফাইনালে আর্জেন্টিনাকে চান নেইমার

পাকিস্তানের পর ভারতের বিপক্ষেও একই সিদ্ধান্ত নিল ইংল্যান্ড

পাকিস্তানের পর ভারতের বিপক্ষেও একই সিদ্ধান্ত নিল ইংল্যান্ড

এমবাপেকে পিএসজির ছাড়ার পরামর্শ

এমবাপেকে পিএসজির ছাড়ার পরামর্শ

নারী এএফসি কাপের ভেন্যু চূড়ান্ত, জি গ্রুপে বাংলাদেশ

নারী এএফসি কাপের ভেন্যু চূড়ান্ত, জি গ্রুপে বাংলাদেশ