এএফসি নারী এশিয়ান কাপের ভেন্যু চূড়ান্ত হয়েছে। জাপান, অস্ট্রেলিয়া, চীনের পাশাপাশি স্বাগতিক হিসেবে রয়েছে ভারতের নামও। করোনাভাইরাসের কারণে এবার ভেন্যু কমিয়ে আনা হয়েছে। ভারতের মুম্বাই এবং পুনের তিনটি স্টেডিয়াম এএফসি নারী এশিয়ান কাপের ম্যাচ অনুষ্ঠিত হবে।
মুম্বাইয়ের আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্স এবং পুনের শিভ ছাত্রাপাটি স্পোর্টস কমপ্লেক্সের পাশাপাশি ডি ওয়াই পাতিল স্টেডিয়ামেও অনুষ্ঠিত হবে এবারের আসরের ম্যাচ।
মঙ্গলবার (৭ জুলাই) এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
নারী এএফসি কাপে গ্রুপ ‘জি’-তে রয়েছে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের গ্রুপে থাকা অন্য দুই দল হলো জর্ডান এবং ইরান। ২০০৩ সালের রানার্স আপ কোরিয়া রিপাবলিকের প্রতিপক্ষ উজবেকিস্তান ও মঙ্গোলিয়া।
গ্রুপ ‘বি’ তে আফগানিস্তানের মেয়েরা খেলবে মালদ্বীপ, ভিয়েতনাম এবং তাজিকিস্তানের বিপক্ষে। আর গ্রুপ 'এ' তে রয়েছে চাইনিজ তাইপে, বাহরাইন, তুর্কেমিনিস্তান এবং লাওস।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]